Shreema Bhattacherjee

আবার বিপদ! বিদেশ থেকে ফিরে চিকিৎসকের কাছে ছুটলেন শ্রীমা, কী হয়েছে অভিনেত্রীর

পায়ের চোটের মাসুল গুনতে হচ্ছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে। এক বছর আগে বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। এ বার বিদেশ থেকে ফিরেই ছুটলেন ডাক্তারের কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ০৯:০১
Share:

কী হয়েছে শ্রীমা ভট্টাচার্যের? ছবি: সংগৃহীত।

পায়ে চোট পেয়ে ‘লিগামেন্ট টিয়ার’ হয়েছিল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। সেই সময় কার্যত শয্যাশায়ী ছিলেন। পায়ের ব্যথার জন্য ধারাবাহিকের কাজও ছাড়তে হয়েছিল তাঁকে। ঘুরতে গিয়ে আবার সেই একই জায়গায় চোট পেয়েছেন অভিনেত্রী। তাই বিদেশ থেকে ফিরেই ডাক্তারের কাছে ছুটলেন শ্রীমা।

Advertisement

এত দিন ব্যথার ওষুধ খেয়ে কাজ চালাচ্ছিলেন। কিন্তু আর ওষুধে কাজ হল না। চিকিৎসক বলেছেন, এখনও আরও এক সপ্তাহ বাড়িতে বিশ্রাম নিতে হবে তাঁকে। অভিনেত্রী বলেন, “ফিজ়িয়োথেরাপি করতে দিয়েছেন চিকিৎসক। ওষুধ তো আছেই। এক সপ্তাহ বাড়িতে থাকতে হবে। পায়ে যেখানে চোট ছিল, সেই একই জায়গায় আবার ব্যথা পেয়েছি।” কিছু দিন আগে একা তাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই আবার বিপত্তি ঘটে।

শ্রীমা জানিয়েছেন, পটায়ায় শুটিংয়ের সময় ঘটে অঘটন। খুব বৃষ্টি হয়েছিল। তখনই স্কুটিতে শটের দৃশ্য। চাকা পিছলে গিয়ে ঘটে অঘটন। পায়ে আবার সেই একই জায়গায় ব্যথা পান অভিনেত্রী। তার পর সেই পা নিয়ে একা একা পুরো তাইল্যান্ড ঘুরেছেন শ্রীমা।

Advertisement

আগে কী ঘটেছিল শ্রীমার সঙ্গে? শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘বসু পরিবার’ ধারাবাহিকে। প্রোমোর শুটিং করতে গিয়ে ঘটেছিল বিপদ। বিয়ের দৃশ্যের শুটিং চলছিল। প্রথমে তেমন গুরুত্ব দেননি। পরে বুঝতে পারেন পায়ে বড় সমস্যা হয়েছে। বেশ কিছু দিন ক্রাচ নিয়ে হাঁটতে হয়েছিল তাঁকে। এক বছর পরেও যে এই সমস্যা তাঁকে ভোগাবে তা ভাবেননি অভিনেত্রী। ২০২৪-এর দুর্গাপুজোয় শুধু দশমীর দিন জোর করে বেরিয়েছিলেন। এই বছরের পুজোটা যেন আগের বারের মতো না কাটে, আপাতত একটাই প্রার্থনা তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement