Sonakshi Sinha-Zaheer Iqbal

ভিন্‌ধর্মে বিয়ে করে বিতর্কে জড়ান! দাম্পত্যের এক বছরে শ্বশুরবাড়ি থেকে কী কী পেলেন সোনাক্ষী?

জ়াহিরের সঙ্গে সাত বছরের সম্পর্ক সোনাক্ষীর। শোনা যায়, ভিন্‌ধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১০:৫৫
Share:

সোনাক্ষী-জ়াহিরের বিয়ের এক বছর। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে কেটে গিয়েছে এক বছর। দীর্ঘ টানাপড়েনের পরে বিয়ে করেছিলেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। এক বছরে শ্বশুরবাড়ি থেকে কী কী পেয়েছেন, বিবাহবার্ষিকীতে তুলে ধরলেন অভিনেত্রী নিজেই।

Advertisement

জ়াহিরের সঙ্গে সাত বছরের সম্পর্ক সোনাক্ষীর। শোনা যায়, ভিন্‌ধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহ-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দু’জনই। একটি বছর কাটিয়ে ফেললেন তারকা দম্পতি। তবে বিয়ের পরে কিছুই তেমন বদলায়নি। সেই ইঙ্গিত দিলেন সোনাক্ষী নিজেই।

অভিনেত্রী জ়াহিরের সঙ্গে একটি সোহাগী ছবি ভাগ করে নিয়ে সমাজমাধ্যমে লেখেন, “শুভ বিবাহবার্ষিকী, আমার আট বছরের প্রেমিক ও এক বছরের স্বামীকে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, দু’টি মানুষই এক!” এর সঙ্গে হাসির ইমোজি ভাগ করে নিয়েছেন সোনাক্ষী।

Advertisement

এক বছরের কী কী পেয়েছেন, তা-ও জানিয়েছেন অভিনেত্রী। সোনাক্ষীর মতে, তিনি সেরা শ্বশুরবাড়ি পেয়েছেন। তাই তিনি লিখেছেন, “আমার শ্বশুরবাড়িই সেরা এই পৃথিবীতে। ওঁরা প্রথমে এই ছেলেটাকে দিয়েছেন। আর তার পরে আমাকে অনেক অনেক ভালবাসা দিয়েছেন।”

সোনাক্ষীর বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি। এমনকি ‘লভ জিহাদ’ প্রসঙ্গও উঠে এসেছে বার বার। শ্বশুরবাড়ি গিয়ে অভিনেত্রী কেমন থাকবেন, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছিলেন তাঁর নিন্দকেরা। কিন্তু সোনাক্ষী সপাটে জবাব দিয়েছেন নিন্দকদের। বুঝিয়ে দিয়েছেন দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করে দিব্যি আছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement