Sonam Kapoor

‘একই আকাশের নীচে গড়ে উঠেছে মন্দির, মসজিদ’, মাতৃদিবসে কোন বার্তা দিলেন সোনম কপূর?

ভারতের মানচিত্রের একটি ছবি ভাগ করে নেন সোনম। সেই মানচিত্রের পাশে রয়েছে বিভিন্ন ধর্মের চিহ্ন। এই তাৎপর্যপূর্ণ ছবির সঙ্গে নিজের পরিবারের মায়েদের ছবিও ভাগ করে নেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৮:৫৭
Share:

মাতৃদিবসে সম্প্রীতির কথা বললেন কেন সোনম? ছবি: সংগৃহীত।

অভিনয় থেকে বেশ কিছু দিন দূরে তিনি। স্বামী ও সন্তান নিয়ে সংসার করছেন সোনম কপূর। মাতৃদিবসে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী। বর্তমানে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে চাপানউতর লেগে রয়েছে। সেই প্রসঙ্গও ছুঁয়ে গিয়েছে সোনমের বার্তা। মাতৃত্ব মানে শুধুই মা নয়। তাঁর মা নিজেই শিখিয়েছেন, মাতৃত্ব জাতি, সংস্কৃতি ও ধর্মেরও ঊর্ধ্বে যেতে পারে।

Advertisement

ভারতের মানচিত্রের একটি ছবি ভাগ করে নেন সোনম। সেই মানচিত্রের পাশে রয়েছে বিভিন্ন ধর্মের চিহ্ন। এই তাৎপর্যপূর্ণ ছবির সঙ্গে নিজের পরিবারের মায়েদের ছবিও ভাগ করে নেন তিনি। ক্যাপশনে সোনম লেখেন, “মায়ের উপস্থিতিতে আমি বুঝেছি, কোমল মুখের আড়ালেও রয়েছে শক্তির আধার। মায়ের প্রার্থনায় আমি ভালবাসার প্রতিটি ভাষা শুনতে পেয়েছি। মায়ের সফরের মাধ্যমেই আমি শিখেছি, সীমান্ত বা ভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে থাকে মাতৃত্ব। তিনি আমার মা। তিনিই ভারতমাতার প্রতিফলন।”

সোনম আরও লেখেন, “এই ভূমিতেই একই আকাশের নীচে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বার গড়ে উঠেছে। এই ভূমিতে বিভেদের ভাষা নয়, ভালবাসার ভাষা উচ্চৈস্বরে বলা হয়।” হরিবংশ রাই বচ্চনের কবিতার দুই পংক্তিও ভাগ করে নেন সোনম। সব শেষে অভিনেত্রী লেখেন, “এই মাতৃদিবসে, আমি শুধু আমার মা-কে উদ্‌যাপন করছি না। বরং যে মায়েরা আমাদের একসঙ্গে থাকতে, পরস্পরকে ভালবাসতে ও পরস্পরকে নিয়ে চলতে শিখিয়েছেন, তাঁদের জন্যও এই উদ্‌যাপন। এই ভারতেই আমি বিশ্বাস করি। এই ভালবাসা দেখেই আমি বড় হয়েছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement