সোনামণির পিঠের ট্যাটু নিয়ে প্রশ্ন। ছবি: সংগৃহীত।
তিনি কখনও মোহর, কখনও রাধিকা, আবার তিনি সুধা। দর্শকের কাছে তিনি বিভিন্ন রূপে ধরা দিয়েছেন বার বার। অভিনেত্রী সোনামণি সাহাকে ভাল মেয়ে, ভাল বৌমা হিসাবেই নিজেদের কল্পনায় এঁকেছেন দর্শক। সেখানে সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি দেখে অনেকেই চমকে গিয়েছেন। আলো-আঁধারি পরিবেশ। ছাদে খোলা পিঠে দাঁড়িয়ে নায়িকা। পিঠে স্পষ্ট তাঁর ট্যাটু। তাতেই নানা জনের নানা প্রশ্ন।
ছোটপর্দায় তাঁকে দেখতে দেখতে অনেকেই সেই চরিত্রকেই বাস্তব ভেবে মনের মধ্যে গেঁথে ফেলেন। এ ক্ষেত্রেও তাই হয়েছে। পর্দার সুধার খোলা পিঠ ঠিক মেনে নিতে পারছেন না। তাতেই সোনামণি বললেন, “কিন্তু এটা তো সুধা করেনি। এটা তো সোনামণি। মানুষকে পার্থক্যটা বুঝতে হবে। আসলে প্রত্যেকেই গুলিয়ে ফেলেন। আর অনেকেই বুঝতে পারেন না, প্রতিটি ট্যাটুর নেপথ্যে একটি করে কারণ থাকে। তার মানে থাকে। অনেকে বলছেন পিঠে তারা আঁকা। সেটা নয়।”
সোনামণির পিঠে যে ট্যাটু রয়েছে, তার অর্থ কী? অভিনেত্রী জানিয়েছেন, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরা চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র—মানবদেহের সাতটি শক্তিকেন্দ্র। সেটাই পিঠে এঁকেছেন অভিনেত্রী। নায়িকা জানান, মানুষ যদি পর্দার চরিত্রের সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলে তা হলে অভিনেত্রীর কিছুই করার নেই।