Sreemoyee Chattoraj Health

‘কৃষভিকে কোলে নিতেও কষ্ট হচ্ছে’, প্রবল পেটব্যথায় কাবু শ্রীময়ী, যেতে পারলেন না শুটিংয়ে, কী হয়েছে তাঁর?

প্রচণ্ড পেটব্যথা হওয়ায় শুটিংয়েই যেতে পারেননি শ্রীময়ী। অভিনেত্রী জানিয়েছেন, পেটের নীচের অংশ থেকে পায়ে খুব কষ্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৭:৪০
Share:

কী হয়েছে শ্রীময়ীর? ছবি: সংগৃহীত।

গত তিন দিন ধরে খুবই অসুস্থ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অসুস্থতা নিয়েই গত দু’দিন শুটিং করেছেন অভিনেত্রী। পেটে ব্যথা নিয়ে শুটিং করছিলেন। কিন্তু বুধবার প্রচণ্ড পেটব্যথা হওয়ায় তিনি শুটিংয়েই যেতে পারেননি। শ্রীময়ী জানিয়েছেন, পেটের নীচের অংশ থেকে পায়ে খুব কষ্ট। হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না। কী হয়েছে অভিনেত্রীর?

Advertisement

শ্রীময়ী জানালেন, শুটিংয়ে গিয়েছিলেন। সোমবার সকাল থেকেই পেটে ব্যথা শুরু হয়। ওষুধ খেয়ে গিয়েছিলেন সেটে। কিন্তু শট্‌ দিতে গিয়েও খুব অসুস্থ বোধ করেন। তার পরে সেট থেকেই সরাসরি চিকিৎসকের কাছে যান। শ্রীময়ী বলেন, “কৃষভি হওয়ার সময়ে যে চিকিৎসককে দেখাতাম, তাঁর কাছেই গিয়েছিলাম। উনি পরীক্ষা করে বলেন কোনও স্ত্রীরোগজনিত সমস্যা নয়। তখনই অন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। আজ (বুধবার) দেখাতে গিয়েছিলাম। আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে। তবে চিকিৎসকের ধারণা, কিডনির কোনও সমস্যা হতে পারে। ২৮ জানুয়ারি পেটে এমআরআই হবে। তার পরেই সবটা বুঝতে পারব।”

এই মুহূর্তে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে অভিনয় করছেন শ্রীময়ী। ধারাবাহিকের শুটিংয়ের মাঝে ছুটি নিতেও তাঁর অস্বস্তিবোধ হচ্ছে। অভিনেত্রী জানিয়েছেন, পেটের অসহ্য ব্যথার জন্য কৃষভিকে কোলে নিতেও তাঁর অসুবিধা হচ্ছে। চিকিৎসক কিছু দিন বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু ধারাবাহিকের শুটিংয়ের চাপের মাঝে তিনি কোনও ছুটি নিতে চান না। আপাতত যা যা পরীক্ষা হয়েছে সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন শ্রীময়ী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement