Kanchan-Sreemoyee

‘কৃষভি তো পুরো কাঞ্চন লাইট’, চর্চায় শ্রীময়ী-কাঞ্চনের কন্যা, মেয়েকে দেখে কেন অবাক অভিনেত্রী স্বয়ং?

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়ে আলোচনার শেষ নেই। এখন আলোচনায় তাঁদের ১০ মাসের মেয়ে কৃষভি। মেয়েকে দেখে কেন অবাক হয়ে গেলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১
Share:

আলোচনায় কাঞ্চন-শ্রীময়ী কন্যা। ছবি: সংগৃহীত।

প্রতিদিন ছবির প্রচারে সেজেগুজে বেরিয়ে পড়ছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাতেই মনখারাপ একরত্তি মেয়ে কৃষভির। একটু একটু করে সে বুঝতে শিখছে। অল্প অল্প কথাও বলছে। এই মুহূর্তে কাঞ্চন-শ্রীময়ী কন্যার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে। কৃষভিকে দেখে সবার একটাই মন্তব্য, ‘ছোট কাঞ্চন’!

Advertisement

সারাক্ষণ সকলের এই এক মন্তব্য শুনে রাগ হয় শ্রীময়ীর? অভিনেত্রী অবশ্য সবটা খুব উপভোগ করেন। শ্রীময়ী নিজেই অবাক হয়ে যাচ্ছেন, এই রকম হুবহু কী করে দেখতে হতে পারে। শ্রীময়ী বলেন, “বাচ্চাদের ঠিক কেমন দেখতে, তা আমি দেখে বুঝতে পারি না। তবে কৃষভির কানদুটো পুরো কাঞ্চনের মতো। অনেকেই বলছে বাবার মতো দেখতে হয়েছে কৃষভিকে। কিন্তু আবার অনেকে কটু মন্তব্য করছেন। যাঁরা খুব খারাপ কথা লিখছেন তাঁদের ছাড়ব না।”

কৃষভির ভিডিয়ো দেখে কেউ লিখেছেন, “বাচ্চাকে এ রকম বলতে নেই, তা-ও বলছি কৃষভি পুরো কাঞ্চন লাইট।” আবার একজন লিখেছেন, “ঠোঁট, কান সবটাই কাঞ্চনের বসানো।” নেতিবাচক মন্তব্যেও একরত্তি শিশুকে ছাড়েনি দর্শক। যদিও এ সবে গুরুত্ব দিতে রাজি নন শ্রীময়ী। মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনোর পরিকল্পনা করে ফেলেছেন ইতিমধ্যেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement