সলমন খানের কোন ক্ষতি করেন লারা দত্ত? ছবি: সংগৃহীত।
কিছু দিন আগেই কপিল শর্মার অনুষ্ঠানে এসে অসুস্থতা নিয়ে কথা বলেন সলমন খান। ‘ট্রাইগেমিনাল নিউরালজিয়া’, ‘অ্যানিউরিজ়ম’, ‘এভি ম্যালফরমেশন’-এর মতো জটিল রোগে আক্রান্ত বলি তারকা। ‘ট্রাইগেমিনাল নিউরালজিয়া’ প্রাণঘাতী অসুখ। তবে সেই নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা। অসুখ কাবু করতে পারেনি তাঁকে। এই অসুখের সূত্রপাত নাকি অভিনেত্রী লারা দত্তের কারণে! ২০০৭ সালে ‘পার্টনার’ ছবির শুটিংয়ের সময় তিনি নাকি সলমনের মুখের উপর থেকে দুটো চুল সরিয়েছিলেন। তার পর থেকেই শুরু হয় ভোগান্তি।
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার নতুন অনুষ্ঠানে এসে সলমন জানান, তাঁর অতি বড় শত্রুরও এমন অসুখ হোক, তিনি চান না। প্রায় আট ঘণ্টার অস্ত্রোপচার। তার পর ক্ষত সারতে দিনের পর দিন বিছানা ছেড়ে উঠতে পারতেন না তিনি। যন্ত্রণায় জলখাবার খেতে পারতেন না। সলমন বলেন, ‘‘ডিমের ওমলেট খেতে কষ্ট হত। চিবোতে পারতাম না। একেবারে রাতের খাবার খেতে হত। যে দিন লারা আমার মুখের উপর ফেলা দুটো চুল সরিয়ে দেয়, আমি মজা করে বলেছিলাম, তুমি আমার সারা শরীরে বিদ্যুৎ খেলিয়ে দিলে। তার পর থেকে ব্যথা শুরু। প্রথমে অনেকেই ভেবেছিল দাঁতে ব্যথা হচ্ছে। ওষুধও খেয়েছিলাম মুঠো-মুঠো। তার পর ধরা পড়ল এই রোগ।’’ সলমন জানান, ২০১১ সালে এই রোগের অস্ত্রোপচার হয়। এখন এই রোগ নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে তাঁকে। যদিও এত কিছুর মধ্যে একটা ইচ্ছে এখনও রয়েছে তাঁর। সেটি হল, ‘বাবা’ হতে চান সলমন।