Dhanashree alimony from chahal

ছয় মাসের প্রেমে বিয়ে, বিচ্ছেদের সময় চহলের থেকে ৬০ কোটি খোরপোশ দাবি ধনশ্রীর? সত্যিটা প্রকাশ্যে

শোনা যায়, চহলের থেকে মোটা টাকা খোরপোশ দাবি করেন নৃত্যপ্রশিক্ষক ধনশ্রী। সত্যিই কি তাই? এ বার মুখ খুললেন ধনশ্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮
Share:

(বাঁ দিকে) ধনশ্রী বর্মা, (ডান দিকে) যুজবেন্দ্র চহল । ছবি: সংগৃহীত।

চলতি বছরে আইনি বিচ্ছেদ হয় ক্রিকেটার যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মার। তার পর থেকে সমাজমাধ্যমে লাগাতার কটাক্ষের মুখে পড়তে হয় ধনশ্রীকে। বিবাহবিচ্ছেদের সময় নাকি চহলের থেকে মোটা টাকা খোরপোশ দাবি করেন নৃত্যপ্রশিক্ষক ধনশ্রী, যার পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। এ বার সত্যিটা প্রকাশ্যে আনলেন ধনশ্রী।

Advertisement

চহলের সঙ্গে থাকাকালীন বার বার ‘অর্থলোভী’ বলে কটাক্ষ করা হয় ধনশ্রীকে। যদিও ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শোনা যায় বেতার সঞ্চালিকা মহবশের সঙ্গে সম্পর্কে জড়ান ক্রিকেটতারকা। তবে ধনশ্রীর নতুন কোনও সম্পর্কের খবর মেলেনি। এই মুহূর্তে ‘রাইজ় অ্যান্ড ফল’ নামের একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগী তিনি। সেখানেই খোরপোশের দাবি নসাৎ করেন ধনশ্রী। শুধু তা-ই নয়, নৃত্যপ্রশিক্ষক বলেন, ‘‘যে ভাবে আমার নামে বলা হচ্ছে যে, আমি খোরপোশ নিয়েছি, সেটা একেবারে মিথ্যে। আমার মা-বাবা সব সময় শিখিয়েছে, উত্তর তাঁদেরই দিতে হয় যাঁদের আমার জীবনে গুরুত্ব আছে। আসলে খারাপ লাগে এটা দেখে, ও (চহল) কী ভাবে আমার নামে এই কথাগুলো বলছে! যদিও আমি চহলের সম্মান বজায় রেখেছি সব সময়। আমার যা অভিজ্ঞতা হল, আমি জীবনে আর কাউকে ভালবাসতে পারব না।’’

একা ধনশ্রী নন, খোরপোশের খবর প্রকাশ্যে আসতেই বিরক্ত ধনশ্রীর পরিবার। তাঁরা স্পষ্টই জানিয়েছেন, ধনশ্রী এমন কোনও অর্থ নেননি। এমনকি চহলকে খোরপোশ সংক্রান্ত কোনও প্রস্তাবও দেওয়া হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement