Aamir Khan

চোখে মুখে বিরক্তি, তাঁকে ছেড়ে দেওয়ার আর্জি জানালেন আমিরের প্রেমিকা গৌরী

এই মুহূর্তে আমিরের সঙ্গে মুম্বইয়ে অভিনেতার বাড়িতে একত্রবাস করছেন গৌরী। এ বার রাস্তায় গৌরী নিজের উষ্মাপ্রকাশ করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৬
Share:

রাস্তায় উষ্মা প্রকাশ আমিরের প্রেমিকা গৌরীর। ছবি: সংগৃহীত।

মার্চ মাসে নিজের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন আমির খান। বেঙ্গালুরুবাসী প্রেমিকার সঙ্গে কী ভাবে দেখা, কবে থেকে প্রেম, সব জানিয়েছিলেন অভিনেতা। এই মুহূর্তে গৌরীর সঙ্গে মুম্বইয়ে নিজের বাড়িতে একসঙ্গে থাকছেন আমির। সবই ঠিক চলছে, কিন্তু এরই মাঝে রাস্তায় হঠাৎ কেন উষ্মাপ্রকাশ করলেন গৌরী?

Advertisement

গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। তাঁর বয়স এখন ৪৬। এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৫ বছর। বিনোদনদুনিয়া থেকে দূরেই ছিলেন গৌরী। আমিরের প্রেমিকা হওয়ার সুবাদে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন। কোথায় যাচ্ছেন, কী করছেন, কাদের সঙ্গে দেখা করছেন— গৌরীর প্রতিটা মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করতে চান ছবিশিকারিরা।

সম্প্রতি, মুম্বইয়ের রাস্তায় একাই হেঁটে বেড়াচ্ছিলেন আমির-প্রেয়সী। চোখ পড়তেই ছবিশিকারিরা পিছু নেন তাঁর। তাতেই বিরক্ত হয়ে যান গৌরী। তিনি বলেন, ‘‘দয়া করে আমাকে একা ছেড়ে দিন। আমি শুধু হাঁটতে বেরিয়েছি। এমন করবেন না।’’ ‘জগিং’-এর পোশাকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন গৌরী। মুখে মৃদু হাসি, কানে হেডফোন— সোজা হেঁটে চলেছেন তিনি। রাস্তার এক বাঁকে এসে তাঁর মুখোমুখি ছবিশিকারির দল। তাঁদের দেখামাত্র বিরক্ত হয়ে যান তিনি। তবে এই প্রথম নয়, আগেও বেশ কয়েক বার তাঁকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। তখনও গৌরী তাঁদের বারণ করেন। যদিও তাঁর কথায় আমল দেননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement