Anya Singh on Shah Rukh Khan

শাহরুখকে দেখে ‘মনখারাপ’ অন্যার! কার কথা বার বার মনে পড়ছিল আরিয়ান খানের সিরিজ়ের অভিনেত্রীর?

দর্শকের ভালবাসার অপেক্ষায় থাকেন সব শিল্পীই। অন্যার সেই শখ পূরণ হয়েছে। তবে এই সিরিজ়ে অভিনয় করে অন্যার সবচেয়ে বড় পাওনা শাহরুখের সঙ্গ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৩
Share:

শাহরুখের থেকে কী শিখলেন অন্যা? ছবি: সংগৃহীত।

আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছে অন্যা সিংহকে। বিপুল প্রশংসা পেয়েছে তাঁর অভিনয়। সমাজমাধ্যমে তাঁর দৃশ্যের অংশটি ভাইরাল। সকলের ভালবাসা পাওয়ার পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে কাজ করে কী শিখলেন অন্যা? সম্প্রতি সেই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী।

Advertisement

দর্শকের ভালবাসার অপেক্ষায় থাকেন সব শিল্পীই। অন্যার সেই শখ পূরণ হয়েছে। তবে এই সিরিজ়ে অভিনয় করে অন্যার সবচেয়ে বড় পাওনা শাহরুখের সঙ্গ। অভিনেতার থেকে কী শিখলেন তিনি? অন্যা জানান, শাহরুখকে দেখে নিজের বাবার কথা মনে পড়েছিল তাঁর। অভিনেত্রী বলেন, “অবশ্যই তিনি শাহরুখ স্যর, মহাতারকা। এমন একজন মানুষ, যাঁর থেকে অনেক কিছু শেখার আশায় থাকে সবাই। কিন্তু, আমার জন্য আগে তিনি একজন বাবা। ওঁকে ওঁর সন্তানদের সঙ্গে দেখে আমি আমার বাবাকে খুব মিস করছিলাম। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছি। আর শাহরুখের সন্তানদের সঙ্গে বন্ধন দেখে আমার নিজের বাবার কথা ভীষণ মনে পড়ছিল। কী সুন্দর বাচ্চাদের সঙ্গে মেশেন উনি।”

শুধু বাবার মতো স্নেহই নয়, সেটে যেন সবার দিকে সমান নজর দেওয়া হয় সেটাও খেয়াল করতেন কিং খান। অভিনেত্রী বলেন, “আপনাকে একজন ‘মানুষ’ হিসাবে গুরুত্ব দেবেন উনি। সে আপনি যে-ই হন না কেন!” প্রসঙ্গত, ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ ওয়েব সিরিজ়ে নায়কের আপ্তসহায়কের চরিত্রে দেখা গিয়েছে অন্যাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement