Deepika Padukone Shot for 20 Days Before Exiting Kalki 2

২০ দিনের শুটিং করেও বাদ ‘কল্কি ২’ থেকে! অতিরিক্ত আত্মবিশ্বাসই কি কাল হল দীপিকার?

সূত্রের খবর, প্রভাস অভিনীত ছবি থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কিন্তু, তার পরেই ঝামেলা বাধে। কী হয়েছিল? জানা গেল বিস্তারিত কারণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০২
Share:

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

কিছু দিন ধরে ফের শিরোনামে দীপিকা পাড়ুকোন। ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে বাদ পড়েছেন তিনি। সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়ার কয়েক মাসের মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন ‘কল্কি’ নির্মাতারা। এই প্রসঙ্গে মিলল নতুন তথ্য।

Advertisement

সূত্রের খবর, প্রভাস অভিনীত ছবি থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা বাধে। কী হয়েছিল? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, দীপিকা নাকি তাঁর পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অভিনেত্রী জানতেন প্রথম ছবিতে যে পরিমাণ প্রশংসা তিনি পেয়েছেন, তার পরে সিকুয়েলে তাঁর চরিত্রে অন্য কাউকে নেওয়া হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসই কি অভিনেত্রীর কাল হল?

পারিশ্রমিক নিয়ে যখন তর্ক চরমে পৌঁছোয় তখন অভিনেত্রীর টিমের তরফে ‘খারাপ ব্যবহার’ করা হয়, দাবি সূত্রের। খবর, শুটিংয়ের তারিখ ও সময়, সবটাই সদ্য মা হওয়া দীপিকার সুবিধার কথা মাথায় রেখেই করা হয়েছিল। এমনকি, অন্য কোনও কাজের সঙ্গে যাতে তারিখ নিয়ে অভিনেত্রীর সমস্যা না হয়, সেই দিকেও নজর দেওয়া হয়েছিল বলে দাবি। ছবির প্রথম ভাগের শুটিংয়ের সময়েই নাকি সিকুয়েলের জন্য প্রায় ২০ দিনের কাজ সেরে রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু, শেষ পর্যন্ত বনিবনা হল না।

Advertisement

দিনকয়েক আগে প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে যে, ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় ভাগের ছবিতে দীপিকা থাকবেন না। তার পরেই শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এ নিজের উপস্থিতির জানান দেন দীপিকা। পাশাপাশি শোনা যাচ্ছে, ফের হলিউডেও পাড়ি দিচ্ছেন পর্দার ‘পিকু’। শোনা যাচ্ছে, ভিন ডিজ়লের সঙ্গে অ্যাকশন সিরিজ়ের পরবর্তী ভাগে ফিরবেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement