মেয়েকে কী ভাবে সঙ্গে রাখলেন রানি? ছবি: পিটিআই।
২৭ বছর আগের ধারা বজায় রাখলেন রানি মুখোপাধ্যায়। মনে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখ খানের গলার সেই ‘কুল’ লেখা হার? ২৭ বছর পরেও সেই ফ্যাশন অব্যাহত। দিল্লিতে জাতীয় পুরস্কারের মঞ্চে রানির গলায় এমনই এক হারের দেখা মিলল। কী লেখা ছিল তাতে?
দূর থেকে তা দেখা খুব কঠিন। বিশেষ অনুষ্ঠানে একেবারে অন্য ভাবে সেজে এসেছিলেন অভিনেত্রী। পরনে ছিল গাঢ় খয়েরি রঙের শাড়ি। কপালে ছোট টিপ। গানে ঝোলা দুল। গলায় পরেছিলেন চিক। তার নীচেও আরও একটি সরু হার পরেছিলেন তিনি। সেই মুহূর্তে তা সকলের চোখ এড়িয়ে গেলেও পরে সেই হারের বিশেষত্ব নজর কেড়েছে সবার।
মেয়ে আদিরাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চান না রানি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, আদিরা নিজের সব বিষয় নিয়ে খুব খুঁতখুঁতে। রানি কাছছাড়া করতে না চাইলেও মেয়ে নিজের ‘স্পেস’ চায়। তাই জাতীয় পুরস্কারের মঞ্চে মেয়েকে না নিয়ে এলেও সারাক্ষণ সঙ্গে রাখলেন তাকে।
কী করে? গলায় যে সরু হারটি পরেছিলেন অভিনেত্রী, সেখানে লেখা ছিল আদিরার নাম। মেয়েকে যে এক মুহূর্ত দূরে সরিয়ে রাখতে চান না রানি, সেই প্রমাণ মিলল আবার। আর রানি, শাহরুখকে পাশাপাশি দেখে দর্শক ফিরে গেল টিনা আর রাহুলের দিনগুলোয়।