Kanchan-Sreemoyee

লাজে রাঙা হলেন শ্রীময়ী, সেরার তকমা দিলেন স্বামী কাঞ্চন, মেয়ে কৃষভি মাকে দেখে কী করল?

কাঞ্চন-শ্রীময়ীর সিঁদুরখেলার ছবি ইতিমধ্যেই ছ়়ড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কাঞ্চনের কথায়, সিঁদুরখেলার সাজটাই শ্রীময়ীর সেরা সাজ হয়েছে।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৩:৫৮
Share:

মেয়ে কৃষভিকে কোলে নিয়ে কাঞ্চন-শ্রীময়ীর বিশেষ মুহূর্ত। ছবি: সংগৃহীত।

লজ্জায় রাঙা শ্রীময়ী চট্টরাজের মুখ। স্বামী কাঞ্চন মল্লিকও স্ত্রীকে দেখে আহ্লাদে আটখানা। কাঞ্চন-শ্রীময়ীর সিঁদুরখেলার ছবি ইতিমধ্যেই ছ়়ড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। লালপেড়ে সাদা শাড়িতে অভিনেত্রীকে দেখে মেয়ে কৃষভি কী করল? সে কথাই প্রকাশ্যে আনলেন বাবা কাঞ্চন।

Advertisement

কাঞ্চনের কথায়, সিঁদুরখেলার সাজটাই শ্রীময়ীর সেরা সাজ হয়েছে। কৃষভি সারা ক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছিল তার মাকে। শ্রীময়ী বললেন, “হাঁ করে তাকিয়ে ছিল আমার দিকে। মুখের ভাবটা এমনই, যেন মা এই ভাবেই সারা ক্ষণ সাজুক আর বাবা ওর মায়ের দিকে তাকিয়ে থাকুক।” মেয়েকে নিয়ে এটাই প্রথম দুর্গাপুজো তাঁদের। তাই আরও বিশেষভাবে পরিকল্পনা করেছিলেন তিনি সব কিছু।

দুর্গাপুজোয় ঘোরা প্রসঙ্গে শ্রীময়ী বলেছিলেন, “পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা যেন নেশার মতো। আগের বছরও কৃষভি যখন পেটে, সেই অবস্থাতেই গিয়েছিলাম অনেক জায়গায়। তাই এই বছর আরও বেশি ঘুরব।” কাঞ্চন এবং শ্রীময়ীর সিঁদুরখেলার মুহূর্তের ছবি দেখে তাঁদের অনুরাগীরাও খুশি। সবাই বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। পুজো মিটতেই শ্রীময়ীর এখন লক্ষ্মীপুজোর ব্যস্ততা। কাঞ্চনের বাড়িতে প্রায় সব পুজোই হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement