Sriparna Roy

দেড় বছর পর ধারাবাহিকে আবার শ্রীপর্ণা, নায়িকা নয়, কেন পার্শ্বচরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত অভিনেত্রীর?

একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে। কেন এখন পার্শ্বচরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৯:১৯
Share:

কী সিদ্ধান্ত নিলেন শ্রীপর্ণা? ছবি: সংগৃহীত।

দেড় বছর পর ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। তার পরে জীবনে অনেক পরিবর্তন এসেছে। আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। ধারাবাহিকের নাম ‘লক্ষ্মী ঝাঁপি’। এত দিন অভিনেত্রীকে মুখ্য চরিত্রে দেখেছেন অনুরাগীরা। কিন্তু, নতুন কাহিনিতে পার্শ্বচরিত্রে দেখা যাবে তাঁকে। ২০১২ সাল থেকে অভিনয় জীবনের শুরু অভিনেত্রীর। প্রথম থেকে মুখ্য চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হঠাৎ কেন পার্শ্বচরিত্রে অভিনয় করতে রাজি হলেন তিনি? অভিনেত্রী অবশ্য এ ভাবে বিষয়টিকে দেখতে একেবারেই রাজি নন। অনেক দিন পরে কাজে ফিরছেন এই ভেবেই উচ্ছ্বসিত শ্রীপর্ণা।

Advertisement

আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “কোনও দিন আমি এই দৌড়ে ছিলাম না। এখনও নেই। আর সত্যি বলতে, প্রতিটি মানুষের জীবনে এক একটা সময় আসে। কখনও সে নায়িকা। কখনও আবার কারও দিদি। আবার কোনও সময় সে কারও মা-কাকিমার চরিত্রেও অভিনয় করতে পারে।” এই মুহূর্তে তিনি মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন। সেই সঙ্গে তাঁর আরও কিছু পড়াশোনা চলছে। তাই সব সামলে মুখ্য চরিত্রে অভিনয় করাও তাঁর জন্য কঠিন। অভিনেত্রী বললেন, “১৪ ঘণ্টা শুটিং করতে হয় আমাদের। আর মাসে একটা ছুটি। নায়িকা হলে হয়তো জনপ্রিয়তা একটু বেশি পেতাম। কিন্তু, আমার আনুষঙ্গিক এত কাজ আছে। সেগুলো সমান তালে চালিয়ে যেতে গেলে এই ধরনের কাজ অনেক ভাল।” এক দিকে, নিজের ব্যক্তিগত জীবনেও সময় দিতে পারবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement