SUbhadra Mukherjee

এক বছর ক্যামেরার মুখ দেখেননি, মেয়ের জন্যই আবার ছোটপর্দায় ফিরছেন সুভদ্রা, কোন চরিত্রে?

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর স্বামী ফিরোজ়কে হারান অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। তার পর থেকে জীবন যেন সাদা-কালো হয়ে গিয়েছে তাঁর। বহু দিন পরে ছোটপর্দায় দেখা যাবে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭
Share:

ছোটপর্দায় ফিরলেন সুভদ্রা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

এক বছর আগের কথা। এমনই পুজোর সময়। আচমকাই স্বামীকে হারান অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। ৩০ সেপ্টেম্বর এক বছর হবে। এই ১২ মাস নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। আবার ছোটপর্দায় ফিরলেন সুভদ্রা। এক বছর পরে ক্যামেরার সামনে ফেরা। কিন্তু কিছুতেই মন ভাল নেই তাঁর। কেন?

Advertisement

যে কোনও কাজ শুরু করলেই প্রথম ছবি তুলে পাঠাতেন স্বামী ফিরোজ়কে। ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকে অন্য ভাবে দেখা যাবে তাঁকে। যদিও চরিত্রটি নিয়ে বিশদ কিছু বলতে রাজি নন অভিনেত্রী। সুভদ্রা বললেন, “নিন্নি চিন্নিজ় মামাজ় প্রযোজনা সংস্থায় কাজ করছি। দুই মেয়ে খুব মিষ্টি। বড়দের সম্মান করতে জানে। সবার ভালবাসাতেই আবার ফিরছি ছোটপর্দায়।’’

এই অসময়ে তাঁর পাশে ছিল মেয়ে। সুভদ্রা যোগ করেন, “ভাল লাগছিল না কিছু। মেয়েই আমায় আবার কাজে ফিরতে বলেছে। তা হলে আমি ভাল থাকব। বহু অনুরাগীও অপেক্ষায় ছিলেন আমার। তাঁদের জন্যই আমার ফেরা। তবে খুব মনখারাপ লাগছে। এই প্রথম কাজে এসে ছবি তুললাম না। কাউকে পাঠালাম না।” স্বামী ফিরোজ়ের স্মৃতি আঁকড়েই প্রতিটা দিন কাটাচ্ছেন সুভদ্রা।

Advertisement

এই ৩০ সেপ্টেম্বর স্বামীর পছন্দের জায়গা, যেমন হায়দরাবাদ, বর্ধমান, কলকাতা, মুম্বইয়ে কিছু দরিদ্র মানুষ, অনাথ শিশুকে যত্ন করে খাওয়ানোর ইচ্ছে আছে। যদিও সব জায়গায় একদিনে যাওয়া সম্ভব নয়। আপাতত তাই কলকাতা ছাড়া বর্ধমানে যাওয়ার ইচ্ছা রয়েছে সুভদ্রার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement