Raj Subhashree

‘কী করে...’ ছেলেমেয়েকে বাড়িতে রেখেই মরিশাসে রাজ, শুভশ্রীর প্রেমযাপন! ধেয়ে এল কটাক্ষের বাণ

ইউভান আর ইয়ালিনি তাঁদের চোখের মণি। এ দিকে দুই ছেলেমেয়েকে বাড়িতে রেখে বিদেশে ঘুরছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। তা দেখে বিরক্ত অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:৪৮
Share:

রাজ-শুভশ্রীর প্রেমযাপন। ছবি: সংগৃহীত।

কখনও মেয়ে আধোআধো স্বরে উচ্চারণ করছে নিজের নাম। কখনও ছেলে দাপিয়ে বেড়াচ্ছে সারা বাড়ি। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তীর সমাজমাধ্যমের পাতায় প্রায় প্রতি দিনই দেখা যায় ছেলেমেয়ের নানা মুহূর্ত। দিনকয়েক আগে পর্যন্ত দুই খুদের ছবিতে ভর্তি ছিল নায়িকা, পরিচালকের ইনস্টাগ্রাম স্টোরি। কিন্তু গত তিন-চার দিনে খুব বেশি দেখা যাচ্ছে না ইউভান আর ইয়ালিনির ছবি। বরং রাজ-শুভশ্রীর একের পর এক রোম্যান্টিক মুহূর্তই দেখা যাচ্ছে বেশি। কখনও সমুদ্রতটে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। কখনও আবার স্বামী-স্ত্রী একসঙ্গে সূর্যাস্ত উপভোগ করছেন। একের পর এক কাজ করে চলেছেন শুভশ্রী। রাজও ব্যস্ত তাঁর কাজ নিয়ে। এর ফাঁকেই নিজেদের জন্য সময় করে নিয়েছেন তাঁরা।

Advertisement

কিন্তু শুধু দু’জনের ছবি দেখে উঠছে প্রশ্ন। অনেকেই জানতে চেয়েছেন ছেলেমেয়ে কোথায় গেল? কয়েক মাস আগে আমেরিকা গিয়েছিলেন তাঁরা। তখন সঙ্গে গিয়েছিল ছেলে ইউভান। নিয়ে যাননি ইয়ালিনিকে। তাতেই উঠেছে প্রশ্ন। দর্শকের একাংশের মন্তব্য, “বাড়িতে ছেলেমেয়েকে রেখে চলে গেলেন!” এক এক অনুরাগী বলেছেন, “সন্তানকে রেখে ঘুরতে যেতে ভাল লাগে?” কাউকে কোনও উত্তর দেননি তারকাদম্পতি।

তবে, ব্যস্ত অভিভাবকেরা কাজে গেলে সন্তানেরা আজকাল বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গেই থাকে। রাজ-শুভশ্রীও এর আগে জানিয়েছিলেন ঠাকুমা, পিসি, দিদিদের সঙ্গে দুই খুদে খুব ভাল থাকে। তাই ছেলেমেয়েকে বাড়িতে রেখে নিজেদের জন্য একান্ত সময় বেছে নিয়েছেন তাঁরা।

Advertisement

মরিশাসে বিলাসবহুল ভ্রমণের কিছু ঝলক পেয়েছে দর্শকও। সেখানে যে হোটেলে রয়েছেন তাঁরা সেখানে রয়েছে সব অত্যাধুনিক ব্যবস্থা। রাজ-শুভশ্রী যে হোটেলে থাকছেন হিসাব বলছে, প্রতি রাতে তার ভাড়া প্রায় ৫৩ হাজার টাকা। ব্যক্তিগত সমুদ্রতটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত উপভোগ করছেন তাঁরা। এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী। ‘গৃহপ্রবেশ’ মুক্তির পরেই নায়িকা শুরু করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ। আবার অগস্টে মুক্তি পাবে তাঁর অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement