রাজ নাকি দেব! রাজনীতিক হিসাবে কাকে কত নম্বর দিলেন শুভশ্রী? ছবি: সংগৃহীত।
এক জন তাঁর জীবনসঙ্গী। আর অন্য জনের সঙ্গে পর্দায় তাঁর যুগলবন্দি ‘হিট’। দুই-ই দর্শকের ভীষণ প্রিয়। রাজ চক্রবর্তী এবং দেব— এই দুটো নামই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে। পরিচালক রাজ তাঁর স্বামী। আর দেব তাঁর সহ-অভিনেতা। বিনোদনজগৎ ছাড়িয়ে দু’জনেই রাজনীতির জগতে বড় নাম। রাজনীতিক হিসাবে কাকে কত নম্বর দিলেন নায়িকা?
অভিনেত্রী শুভশ্রীর নতুন ওয়েব সিরিজ়ের নাম ‘অনুসন্ধান’। সিরিজ়ে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই সূত্রেই নায়িকাকে প্রশ্ন করা হয়, ব্যারাকপুরের বিধায়ক এবং ঘাটালের সাংসদকে দশে কত নম্বর দেবেন? না, প্রশ্ন এড়িয়ে যাননি নায়িকা। বরং স্পষ্ট জবাব দিয়েছেন শুভশ্রী।
অভিনেত্রীর কথায়, ব্যারাকপুরের বিধায়ক তাঁর স্বামী। ফলে তাঁকে অনেক কাছ থেকে দেখেন তিনি। কিন্তু ঘাটালের সাংসদের প্রতি মুহূর্ত তাঁর পক্ষে জানা সম্ভব নয়। শুভশ্রী বলেন, “রাজ আমার স্বামী। ওকে ২৪ ঘণ্টা কাছ থেকে দেখছি। রাত ৩টের সময় ফোন এলেও উঠে যাচ্ছে। তাই ওকে ১০-এর বেশিই নম্বর দেব।” বাড়িতে রাজনীতিক থাকলেও রাজনীতিতে নায়িকার তেমন কোনও আগ্রহ নেই। তবে শুভশ্রীর মতে, দেব যে ভাবে নির্বাচনের সময় প্রচার করে সেই প্রক্রিয়া তাঁর কাছে বেশ আকর্ষণীয়। কিন্তু তাঁর পক্ষে এ ক্ষেত্রে দেবকে নম্বর দেওয়া কঠিন।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় রাজের সঙ্গে প্রচারে দেখা গিয়েছিল শুভশ্রীকেও। তখনই দর্শকের একাংশের মনে হয়েছিল শীঘ্রই রাজনীতির মঞ্চেও দেখা যেতে পারে নায়িকাকে। তবে অনেক সাক্ষাৎকারেই সেই ধারণার উত্তর দিয়েছেন অভিনেত্রী। অভিনয় ছাড়া তাঁর অর্ধেক সময় কেটে যায় ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনিকে নিয়ে। তাই রাজনীতির মঞ্চে তাঁকে দেখা না যাওয়ার সম্ভাবনাই যে বেশি, সেই আভাসই দিয়েছেন অভিনেত্রী।