সুদীপা চট্টোপাধ্যায়ের বিড়াল নিখোঁজ! ছবি: সংগৃহীত।
পথপশু নয়। বাড়ির পার্শিয়ান বিড়াল। তাকে পশুদের ‘ক্রেস’ বা দেখভাল কেন্দ্রে রেখে বেড়াতে গিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়ের ভাইঝি। ফিরে এসে দেখেন, তাঁদের পোষ্য নিখোঁজ! প্রতিবেশিদের অনুমান, পশু দেখভাল কেন্দ্রের অন্যতম এক সদস্যই মেরে ফেলেছে বিড়ালটিকে!
শনিবার রাত থেকে সমাজমাধ্যম উত্তাল। অভিনেত্রী-সঞ্চালিকা সরাসরি সম্প্রচারে এসে বলেন, ‘‘ফিরে এসে আমার ভাইঝি বিড়ালের খোঁজ করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। আমাদের খুবই আদরের পোষ্য। আমি আদর করে 'গজুবাবু' ডাকতাম। অনেক ভরসা করে পোষ্যটিকে রেখে গিয়েছিলাম।’’
পশু দেখভাল কেন্দ্রের এক ব্যক্তির বিরুদ্ধে সুদীপার যাবতীয় অভিযোগ। যদিও ওই ব্যক্তির দাবি, তিনি ভুল করে সুদীপার ভাইঝির পোষ্যটিকে অন্য কাউকে দিয়ে দিয়েছেন। যাঁকে দিয়েছেন সেই ব্যক্তির খোঁজ চলছে। কিন্তু সে কথা মানতে নারাজ সুদীপা।
পশুহত্যার বিষয়টিতে সায় দিয়েছেন পড়শিরাও। জনৈকের দাবি, তাঁদের কাছে খবর আছে, এই পশু দেখভাল কেন্দ্র থেকেই নাকি পশুহত্যা করে পিছনে ফেলে দেওয়া হয়। প্রায়শই এমন ঘটনায় পচা গন্ধে অতিষ্ট পাড়ার লোকেরা। সুদীপার ভাইঝির বেড়ালের ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে কি না সেটি যদিও এখনও প্রমাণিত হয়নি।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে হাজির স্থানীয় প্রশাসন। প্রকৃত ঘটনা কী? খতিয়ে দেখছে তারা। পাশাপাশি, টালিগঞ্জ অঞ্চলের পশুপ্রেমীদের এই ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছেন সুদীপা।