Saheb Bhattacharjee Birthday

জন্মদিনে সাহেবকে হাঁটু মুড়ে একগুচ্ছ গোলাপ উপহার সুস্মিতার! তবে কি বিশেষ দিনেই সম্পর্কে সিলমোহর যুগলের?

অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-কে নিয়ে বহু দিন ধরে আলোচনা চলছে। ‘কথা’ ধারাবাহিকের সেট থেকে শুরু হয়েছে গুঞ্জন। নায়কের জন্মদিনে নায়িকার বিশেষ মুহূর্ত উস্কে দিল জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৪:৪৬
Share:

জন্মদিনে বিশেষ মুহূর্তে সাহেব-সুস্মিতা। ছবি: সংগৃহীত।

১৭ নভেম্বর সাহেব ভট্টাচার্যের জন্মদিন। মধ্যরাত থেকে উদ্‌যাপন শুরু হয়েছে। সাহেবের জন্মদিনের রাতের ভিডিয়ো প্রকাশ্যে আসতে আবার আলোচনায় সুস্মিতা দে-এর সঙ্গে নায়কের সম্পর্ক। সহ-অভিনেতাকে এমনিতেই একটু অন্যভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। এ বার নায়কের জন্মদিনের অন্দরের দৃশ্য দেখে চমকে গিয়েছে সবাই। জন্মদিনের রাতেই একগুচ্ছ গোলাপ নিয়ে নায়কের সামনে হাঁটু মুড়ে দেখা গেল নায়িকাকে।

Advertisement

কাছের বন্ধুদের নিয়ে জমিয়ে জন্মদিন পালন করেছেন নায়ক। শোনা যায়, এই ধারাবাহিকের শুটিং করতে করতেই সুস্মিতার সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়েছে। কিছু দিন আগে শোনা গিয়েছিল, তাঁদের নাকি আংটিবদলও হয়ে গিয়েছে। যদিও সবটাই ভুয়ো বলে উড়িয়ে দেন নায়িকা। জন্মদিনের রাতে নায়কের জন্য নায়িকা কী করলেন? ঘনিষ্ঠ সূত্র বলছে, অনুষ্ঠানে উপস্থিত সবাই হালকা মেজাজে ছিলেন। সাহেব এবং সুস্মিতার সঙ্গে মজা হচ্ছিল। হাঁটু মুড়ে ফুল দেওয়াও নিছকই তাঁদের মজার অংশ। তার পরে নায়িকার সামনে বসে পড়েন নায়কও। যদিও দর্শকের মনে প্রশ্ন, তা হলে তাঁরা কবে বিয়ে করবেন?

সাহেবের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সুস্মিতা বলেছিলেন, “অনেকেই অনেক আলোচনা করেন। কিন্তু আমরা কোনও কথাই বলিনি এই বিষয়ে। যার যেটা মনে হচ্ছে বলছেন। আমি কোনও মন্তব্যই করতে চাই না।” তবে সাহেবের জন্য সুস্মিতার শুভেচ্ছাবার্তা আরও গভীর করেছে ভাবনা। সহকর্মীর জন্মদিনে শুভেচ্ছা জানানো নতুন কিছু নয়। কিন্তু নজর কেড়েছে নায়িকার লেখা একটি বাক্য। যেখানে তিনি লেখেন, “সকলের জীবনে যেন একজন সাহেব ভট্টাচার্য থাকে।” তা হলে কি নায়কের জন্মদিনেই সম্পর্কের আভাস দিলেন নায়িকা? সবটাই ক্রমশ প্রকাশ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement