Director Loses Brother

‘ডিপ ফ্রিজ’ মুক্তির আগেই অর্জুন দত্তের পরিবারে বড় অঘটন, প্রিয়জনকে হারালেন পরিচালক

দিনকয়েক পরেই বড়পর্দায় মুক্তি পাবে তাঁর নতুন ছবি। আনন্দের আবহে হঠাৎই বিষাদ। স্বজনহারা ‘ডিপ ফ্রিজ’ পরিচালক অর্জুন দত্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১১:৩৯
Share:

অর্জুন দত্ত। ছবি: সংগৃহীত।

কিছু দিন পরেই বড়পর্দায় মুক্তি পাবে ‘ডিপ ফ্রিজ’। ছবি মুক্তির আগেই পরিচালক অর্জুন দত্তের বাড়িতে বড় অঘটন। দাদাকে হারালেন পরিচালক। এক বছর আগেই মাকে হারিয়েছেন অর্জুন। বয়স্ক বাবা, দাদা-বৌদি আর তাঁদের সন্তান— এই নিয়েই অর্জুনের পরিবার। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্জুনের দাদা।

Advertisement

সূত্র বলছে, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন পরিচালকের দাদা। পড়ে গিয়ে পা ভেঙে যায়। অস্ত্রোপচার হয়েছিল। হাই সুগারও ছিল তাঁর, তাই চোখের সমস্যাও হয়েছিল। কিছু দিন আগে চোখেরও অস্ত্রোপচার হয়েছিল। ঘনিষ্ঠ সূত্রের খবর, এই ঘটনা যে ঘটে যাবে তা কল্পনাও করেননি কেউ। এমন পরিস্থিতিতে পরিচালককে সামলানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। দাদাকে হারিয়ে শোকস্তব্ধ অর্জুন।

কিছু দিন আগে পরিচালক নিজেও খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। সিঁড়ি থেকে পড়ে ঘটে অঘটন। তখন আনন্দবাজার ডট কমকে অর্জুন বলেছিলেন, “মায়ের অসুস্থতার সময় থেকেই আমার কোমরে সমস্যা। একটু বসে থাকলেই পায়ে ঝিঁঝি ধরে। পাত্তা দিইনি। ওই অবস্থাতেই কাজ করে গিয়েছি। গোলমাল হল পুরস্কারের মঞ্চে উঠতে গিয়ে। পা পিছলে দুটো সিঁড়ি পড়ে গেলাম। ব্যস, শিরদাঁড়ায় চোট।” বড় অস্ত্রোপচারও হয়েছিল। তার পর খানিকটা ঠিক হতেই ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক। ‘ডিপ ফ্রিজ’-এর পর মুক্তির অপেক্ষায় তাঁর পরিচালিত ছবি ‘বিবি পায়রা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement