বিপাকে বাংলাদেশের মেহজ়বীন চৌধুরী। ছবি: ফেসবুক।
তাঁর বিরুদ্ধে ২৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ! অথচ কোনও প্রমাণ নেই। তবু আদালতে মামলা দায়ের করা হল। গ্রেফতারি পরোয়ানা জারি হল তাঁর বিরুদ্ধে! বিস্মিত, ব্যথিত বাংলাদেশের নায়িকা মেহজ়বীন চৌধুরী।
আইনি পথে হেঁটে রবিবার তিনি জামিন পেয়েছেন। কিন্তু কেন এত কিছু করতে হচ্ছে তাঁকে?
প্রশ্ন তুলেছেন নায়িকা নিজেও। খবর, রবিবার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ়া হক তানিয়ার আদালতে তিনি এবং তাঁর ভাই আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে। এর পরেই প্রকৃত ঘটনা জানিয়ে সোমবার সকালে সমাজমাধ্যমে মেহজ়বীনের লম্বা বার্তা। সেখানে তিনি আফসোস করেছেন, “গত ১৫ বছর ধরে আমার কাজ, পেশা এবং দর্শকের জন্য যে পরিমাণ শ্রম এবং নিষ্ঠা দিয়েছি, তার পরেও আজ এ সব ব্যাখ্যা করতে হচ্ছে!”
এ দিন আনুষ্ঠানিক বিবৃতিতে মেহজ়বীন জানান, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মার্চ মাসে তাঁর এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনেন। গত ন’মাসে তিনি এই মামলার কোনও তথ্য পাননি। কারণ, অভিযোগকারী পুলিশকে নায়িকার সঠিক ফোন নম্বর, ঠিকানা বা কোনও যাচাই করা তথ্য দিতে পারেননি। নায়িকার লেখনী অনুযায়ী, “অভিযুক্ত দাবি করেছেন যে, ২০১৬ সাল থেকে তিনি আমার সঙ্গে ‘ব্যবসা’ করছিলেন! ২৭ লক্ষ টাকাও দিয়েছিলেন।” এই তথ্য নাকি সম্পূর্ণ ভুয়ো।
নিজের বক্তব্যের সপক্ষে একাধিক যুক্তি মেহজ়বীনের। যেমন, ব্যবসায়িক এবং আর্থিক লেনদেন, ব্যাঙ্কের কাগজ, অভিযুক্তের সঠিক ঠিকানা এবং পরিচয়পত্র, তাঁর আইনজীবীর সঠিক ঠিকানা এবং পরিচয়পত্র, চেক, লিখিত চুক্তি, রসিদ, ব্যবসায়িক বৈঠকের ভিডিয়ো বা ছবি কিছুই দেখাতে পারেননি অভিযোগকারী। পাশাপাশি, গত ন’মাসে তিনি প্রশাসন বা আদালতের তরফ থেকে কোনও ফোন বা নোটিস পাননি। মামলা আদালতে ওঠার পর থেকে অভিযোগকারী এবং তাঁর আইনজীবীর ফোন বন্ধ!
পুরো ঘটনা দেখে মেহজ়বীনের বিশ্বাস, মিথ্যা মামলা ধোপে টিকবে না। সত্যের জয় হবেই। প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে। এই বিশ্বাস নিয়েই তিনি আইনের উপরে আস্থা রাখছেন।
এর আগে আইনি ঝামেলায় জড়িয়েছেন বাংলাদেশের একাধিক নায়ক-নায়িকা। পরীমণি, অপু বিশ্বাস, নুসরত ফারিয়া, হিরো আলম-সহ সেই তালিকা খুব ছোট নয়। রবিবার মেহজ়বীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় অনুরাগীদের মনে। এ দিন সন্ধ্যায় জামিন পাওয়ার পর তিনি এ-ও জানান, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই নাকি অভিযুক্তের হদিশ পাওয়া যাচ্ছে না। নায়িকা ব্যঙ্গ করে লেখেন, “কেউ তাঁকে পেলে দয়া করে আমার কাছে নিয়ে আসবেন। আরও কিছু ব্যবসায়িক বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে চাই।”