Swara Bhasker

‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’, বিক্রান্তকে খোঁচা দিতে ছাড়লেন না স্বরা ভাস্কর

বিক্রান্তকেও বলতে শোনা যায়, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’। বিক্রান্তকে নিয়ে তার পরে নানা মন্তব্য ছড়িয়েছে সমাজমাধ্যমে। এ বার খোঁচা দিলেন স্বরা ভাস্কর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৭:২৪
Share:

‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ নিয়ে বিক্রান্তকে খোঁচা স্বরার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সদ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসেকে নিয়ে এ বার মশকরা করলেন স্বরা ভাস্কর। সম্প্রতি ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ নামে একটি মিউজ়িক ভিডিয়োয় দেখা গিয়েছে বিক্রান্তকে। সেই ভিডিয়োকে কেন্দ্র করেই পরোক্ষ ভাবে বিক্রান্তকে খোঁচা দিলেন স্বরা।

Advertisement

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ‘টুয়েলভ্থ ফেল’ অভিনেতার দিকে কটাক্ষের বাণ ধেয়ে আসে। ভিডিয়োয় বিক্রান্তকেও বলতে শোনা যায়, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’। বিক্রান্তকে নিয়ে তার পরে নানা ব্যঙ্গ-রসিকতা ছড়িয়েছে সমাজমাধ্যমে। এমনকি ‘টুয়েলভ্‌থ ফেল’ ছবিতে তাঁর একটি সংলাপও ফের উঠে এসেছে।

একটি ব্যঙ্গাত্মক ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘টুয়েলভ্‌থ ফেল’ ছবিতে বিক্রান্ত বলছেন, “গরিবেরা যদি অশিক্ষিত হয়ে থেকে যান, তা হলেই তো তাঁরা ভেড়া-ছাগলের মতো নেতাদের ইশারায় চলবেন। এই মানুষগুলোই আসলে ভোটব্যাঙ্ক। ধর্ম, জাতের কথা বলে এঁদের থেকে ভোট পাওয়া যায়।” এক দিকে বিক্রান্তের এই সংলাপ। অন্য দিকে তাঁর মুখে ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’। দুটি দৃশ্য জুড়ে তৈরি হয়েছে এই ব্যঙ্গাত্মক ভিডিয়োটি। সেই ভিডিয়ো আবার নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন স্বরা।

Advertisement

বিক্রান্তকে নিয়ে তৈরি মিম ভাগ করে খোঁচা। ছবি- ইনস্টাগ্রাম।

ওই ভিডিয়োটিতে দাবি করা হয়েছে, পর্দায় অভিনেতারা এক রকমের বার্তা দেন। কিন্তু বাস্তবে অন্য কাজ করেন। এই ভিডিয়ো স্বরা ভাগ করে নিজের মতও পরিষ্কার করেছেন। অভিনেত্রী এমনিতেই পদ্মশিবিরের বিরোধী হিসেবেই পরিচিত।

মিউজ়িক ভিডিয়োটিতে বিক্রান্ত ছাড়াও রয়েছেন বরুণ ধবন ও রাজকুমার রাও। নেটাগরিকের একাংশ তাঁদের প্রশংসা করেছেন। কিন্তু অনেকের দাবি, অভিনেতা হিসেবে এই ভি়ডিয়ো করা উচিত হয়নি এঁদের। এই তিন অভিনেতার আগামিদিনের ছবিগুলিও তাঁরা দেখবেন না বলে দাবি করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement