অজয়ের জন্যই সিঙ্গল

আসলে তব্বুর বাড়ির কাছেই থাকতেন অজয় আর তব্বুর ভাইবোনেরা। সেই সুযোগে রীতিমতো তব্বুর উপরে নজরদারি করতেন অজয়। তব্বুর সাফ কথা, ‘‘অজয়ের জন্যই আজ আমি সিঙ্গল। আমার মনে হয়, ওঁর অনুশোচনা হওয়া উচিত।’’

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ১২:৩০
Share:

তব্বু

নব্বইয়ের দশকের বিখ্যাত ছবি ‘বিজয়পথ’-এ তাঁরা ছিলেন নায়ক-নায়িকা। আবার হালফিলে ‘দৃশ্যম’ ছবিতে তাঁদের দেখা গিয়েছে প্রতিদ্বন্দ্বী হিসেবে। কেরিয়ারের দীর্ঘ পথ পেরিয়ে আসার পরেও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তব্বু ‘সিঙ্গল’। এবং তার জন্য দায়ী নাকি তাঁর দীর্ঘ দিনের সহকর্মী অজয় দেবগণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিযোগই এনেছেন তব্বু। তাঁর কথায়, ‘‘আমার সঙ্গে যে পুরুষকেই কথা বলতে দেখা যাবে, তাঁকে মারার হুমকি দিয়ে রাখত অজয় আর আমার ভাইবোনেরা।’’

Advertisement

আসলে তব্বুর বাড়ির কাছেই থাকতেন অজয় আর তব্বুর ভাইবোনেরা। সেই সুযোগে রীতিমতো তব্বুর উপরে নজরদারি করতেন অজয়। তব্বুর সাফ কথা, ‘‘অজয়ের জন্যই আজ আমি সিঙ্গল। আমার মনে হয়, ওঁর অনুশোচনা হওয়া উচিত।’’ তাঁর জন্য পাত্র খুঁজে দেওয়ার ভারও অজয়ের কাঁধেই চাপিয়েছেন বলে জানান তব্বু।

রোহিত শেট্টির নতুন ছবি ‘গোলমাল ফোর’-এ অজয়ের সঙ্গে ফের দেখা যাবে তব্বুকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement