Bengali serial

সিরিয়াল পাড়ায় স্বামী বিভ্রাট! বাদ পড়লেন বাস্তবের বর, কী ঘটেছে অভিনেত্রী তনুশ্রীর সঙ্গে?

অভিনেত্রী তনুশ্রী গোস্বামী এবং অনিমেষ ভাদুড়িকে ছোটপর্দায় একসঙ্গে দেখছেন দর্শক। কিন্তু বাস্তবে যে তাঁরা স্বামী-স্ত্রী নন, সেটাই গুলিয়ে ফেলেছে অনেকে। তাতেই ঘটেছে বিপত্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৭:৪৮
Share:

কী ঘটেছে অভিনেত্রী তনুশ্রী গোস্বামীর সঙ্গে? ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে কখন যে কী ঘটে তার কোনও ঠিক নেই। সম্প্রতি, অভিনেতা অনিমেষ ভাদুড়ি এবং তুনশ্রী গোস্বামীর ছবি নিয়ে কেলেঙ্কারি কাণ্ড! তাঁদের দু’জনের ছবি ভাগ করে নিয়ে দর্শকের অনেকেই তাঁদের বাস্তবে স্বামী-স্ত্রী বলে লিখেছেন। সেই ভ্রম অবশ্য সংশোধন করে দেন অভিনেতা সুব্রত গুহ রায়। কিন্তু তার পরেও তাঁদের নিয়ে চর্চা থামেনি। কী প্রভাব পড়ছে তাঁদের পরিবারে?

Advertisement

পর্দায় অনিমেষ ভাদুড়ির সঙ্গে তনুশ্রীর জুটি ঘিরেই বেঁধেছে গোলমাল। ছবি: সংগৃহীত।

অনিমেষের পাঁচ বছরের মেয়ে আছে। স্ত্রীকে নিয়ে সুখের সংসার। পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নেন সমাজমাধ্যমে। অন্য দিকে, তনুশ্রীও নিজের পরিবারে ব্যস্ত। এই দুই অভিনেতাকে ছোটপর্দায় দর্শক দেখছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। তা দেখে সবাই ধরেই নিয়েছেন, বাস্তবেও তাঁরা দম্পতি।

তনুশ্রী বললেন, “আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এর থেকেও কুরুচিকর ছবি এবং মন্তব্য করা হয় আমাদের নামে। অনিমেষ আমার সহকর্মী। ওঁর স্ত্রীর সঙ্গেও আমার আলাপ আছে। আর আমার স্বামী এই সব দেখে খালি হাসে। তাই এগুলো দেখলে আমার কিছু যায় আসে না।” পর্দায় দেখা অনেক জুটিকে দর্শক ভেবে নেন তাঁরা বাস্তবেও বিবাহিত বা সম্পর্কে আছেন। এ ক্ষেত্রেও সেই ভুল করে বসেছিলেন অনেকে। যা শুধরে দিয়েছেন সুব্রত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement