Tithi Basu

প্রেমে পড়েছেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক! কোন পেশায় আছেন তিথির মনের মানুষ?

এখনও তিথি বসুকে দর্শক চেনেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক হিসাবেই। পর্দার ঝিলিকের জীবনে বসন্ত। তিনি কোনও কিছুই লুকোছাপায় বিশ্বাস করেন না। প্রকাশ্যে আনলেন নিজের মনের মানুষকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৮:৫২
Share:

তিথির প্রেমিককে চেনেন? ছবি: সংগৃহীত।

অভিনয়ে থেকে অনেক দিন দূরে তিনি। এখন তিনি শুধুই মন দিয়েছেন ভ্লগিংয়ে। বিভিন্ন জায়গায় যেতেও হয় কাজের জন্য। কিন্তু এখনও তিথি বসুকে দর্শক চেনেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক হিসাবে। পর্দার সেই ঝিলিকের জীবনে আজ বসন্ত। তিনি কোনও কিছুরই লুকোছাপায় বিশ্বাস করেন না। তিন বছর আগে যখন প্রেম ভেঙেছিল। তখনও সমাজমাধ্যমের পাতায় পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তিনি। মাঝে বেশ কিছু বছর কেটে গিয়েছে। তাঁর জীবনে এসেছে নতুন মানুষ। প্রথম বার প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন তিথি। তবে এখনই প্রকাশ্যে নিজের বিশেষ মানুষটিকে আনতে চান না। তাই বিশেষ ছবিতে প্রেমিকের মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কমকে তিথি বললেন, “আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দু’জনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই পোস্ট করলাম। এ রকম ভ্লগিং করতে গিয়েই দেখা আমাদের। একটি সংস্থা আমায় ভ্লগিংয়ের জন্য নিয়ে গিয়েছিল। সেখানেই শুভজিতের সঙ্গে আমার দেখা। বাকি কাজটা ওই করে দিয়েছিল।” এ ভাবেই তাঁদের প্রেমের শুরু। তিথির প্রেমিক শুভজিৎ চক্রবর্তী সম্পূর্ণ অন্য পেশার মানুষ। এত দিন চাকরি করতেন। এখন নিজের ব্যবসা শুরু করেছেন। আর তিথির সঙ্গে ভ্লগিংয়েও অনেক সময় সাহায্য করেন। দু’জনে একসঙ্গে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন। এখনই কি বিয়ের পিঁড়িতে বসবেন তিথি আর শুভজিৎ। সে কথা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement