Tiyasha Lepch Rakhi Special

শত ব্যস্ততাতেও ভোলেন না দেখা করতে! মুসলিম দাদার হাতে রাখি পরিয়েই উদ্‌যাপন তিয়াসার

ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন বনগাঁর মেয়ে তিয়াসা লেপচা। তাঁর অভিনেত্রী হয়ে ওঠার কাহিনি ছায়াছবির থেকে কম কিছু নয়। এই যাত্রাতেই এক দাদাকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৫:১৯
Share:

তিয়াসার বিশেষ রাখি উৎসব। ছবি: সংগৃহীত।

জীবনের কোন পর্যায়ে, কোন মানুষটি, কী ভাবে এসে পাশে দাঁড়ান, তার হদিশ পাওয়া কঠিন। যেমন আট বছর আগে যে মানুষটি জীবনে না এলে অভিনেত্রী তিয়াসা লেপচার জীবনই অন্য রকম হত— তিনি তিয়াসার আরমানদা।

Advertisement

ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন বনগাঁর মেয়ে তিয়াসা। কলকাতায় আসার এক ইতিহাস আছে তাঁর। সেই অতীত ঘাঁটতে বা ফিরে দেখতে একেবারেই আগ্রহী নন অভিনেত্রী। কিন্তু অতীতের কোনও কোনও সম্পর্ক, কোনও কোনও মানুষ এখনও রয়ে গিয়েছেন অভিনেত্রীর জীবনে। তার মধ্যেই অন্যতম হলেন আরমান আহমেদ। গত আট বছর ধরে তাঁকেই রাখি পরান তিয়াসা। এই দিনটা তাঁর কাছে উৎসবের। ছোট থেকে বড় করে পালন করেন রাখি উৎসব। আগে তাঁর তুতো ভাইয়েরা বাড়িতে আসতেন। খাওয়া-দাওয়া হত। এখন কাজের চাপে পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। কিন্তু আরমানের সঙ্গে তিয়াসার সম্পর্কে কোনও বদল হয়নি।

সারা দিনের যত ব্যস্ততাই থাকুক না কেন রাতে ঠিক দাদার সঙ্গে দেখা করে বোনের সব কর্তব্য পালন করেন তিয়াসা। আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী বললেন, “আমার অভিনয় জীবনের কিছুটা কৃতিত্ব আরমানদারও। কলকাতায় এসে দাদার বাড়িতেই অনেকটা সময় কাটাতাম আমি। আরমানদাই আমায় নিয়ে গিয়েছে স্টুডিয়োয়। আট বছর আগে আমার প্রথম প্রোমোর শুটিংয়ের সময় সঙ্গে ছিলেন আরমানদা। এখনও রাখির দিন ঠিক সময় বার করে দেখা করি আমরা।”

Advertisement

এই মুহূর্তে নতুন কোনও কাজ শুরু করছেন না অভিনেত্রী। কিছু দিন আগে তাঁকে দেখা গিয়েছে ‘রোশনাই’ চরিত্রে। আপাতত কিছু দিনের বিশ্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement