‘জুন আন্টি’র ভাবমূর্তি ভাঙতে কী সিদ্ধান্ত ঊষসী চক্রবর্তীর? ছবি: সংগৃহীত।
রাত পোহালেই মঞ্চস্থ হবে ‘তিন এক্কে তিন’। ১০ বছর পরে মঞ্চে অভিনয় করবেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। প্রায় রোজই মহড়ায় ব্যস্ত তিনি। এর মধ্যেই স্টুডিয়োপাড়ায় গুঞ্জন, ঊষসীকে আর দেখা যাবে না ছোটপর্দায়। তিনি নাকি কিছু দিনের বিরতি নিয়েছেন ধারাবাহিক থেকে। এ কথা কি সত্যি? প্রশ্ন উঠছে, আচমকা কেন এই সিদ্ধান্ত নিলেন ঊষসী?
শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘রোশনাই’ ধারাবাহিকে। একের পর এক নেতিবাচক চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। তবে এখনও তাঁকে ‘জুন আন্টি’ নামেই ডাকেন অনেকে। ‘শ্রীময়ী’ শেষ হয়েছে কয়েক বছর হয়ে গেল। কিন্তু এখনও সেই একই চরিত্রে আবদ্ধ তিনি। তাই কি ছোটপর্দা থেকে দূরে থাকতে চান ঊষসী?
এ প্রসঙ্গে তিনি বললেন, “ভাল চরিত্রের অপেক্ষায় আছি, যা এখনও আসেনি। তাই আপাতত ছোটপর্দায় অভিনয় করব না বলেই ঠিক করেছি। কিন্তু কোনও কিছুকেই একেবারে না বলতে নেই। এই মুহূর্তে মঞ্চ আমায় খুবই টানছে। তাই ওই দিকেই গুরুত্ব দিতে চাই।”
যদিও অভিনেত্রী স্বীকার করেছেন, ছোটপর্দায় অভিনয়ের অন্যতম সুবিধা হল অর্থনৈতিক স্বচ্ছলতা। কিন্তু তা নিয়ে ভাবতে তিনি রাজি নন। ঊষসী যোগ করেন, “সমাজমাধ্যম থেকে আমার অল্পবিস্তর রোজগার হয়। তা ছাড়াও কলেজে পড়ানো রয়েছে। আরও বেশ কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছি আমি। তাই ধারাবাহিকে অভিনয় না করলে যে খুব সমস্যায় পড়ব তেমনটা নয়। আশা করি খুব অসুবিধায় পড়ব না।” উল্লেখ্য, বর্তমান সমাজের পরিস্থিতিই প্রতিফলিত হবে অভিনেত্রীর নাটকে। নির্দেশক অবন্তী চক্রবর্তী।