কী ঘটেছে ঊষসীর সঙ্গে? ছবি: সংগৃহীত।
গাড়ি সারাতে গিয়ে যে তাঁকে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবতে পারেননি অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। এই গাড়ি ছাড়া তিনি যেন অন্ধ। সর্বত্র এটা নিয়েই যাতায়াত করেন। সেই গাড়িরই সমস্যা হয়েছিল। তাই মেরামতির জন্য গিয়েছিলেন। সেখানেই ঊষসীর সঙ্গে যা হয়, সে কথা সমাজমাধ্যমে লিখে ক্ষোভ উগরে দিলেন।
অভিনেত্রী জানিয়েছেন, যেখান থেকে গাড়ি কিনেছিলেন সেই ‘শো-রুম’-এই গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানে চরম হেনস্থা করা হয় তাঁকে। বাজে ব্যবহার, হুমকির সুরে কথা বলা হয় তাঁর সঙ্গে।
ফেসবুকে উগরে দিলেন ক্ষোভ। ছবি: ফেসবুক।
ঊষসী লেখেন, “শেষ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নম্বর জোগাড় করে তাঁদের সহায়তায় গাড়ি বার করতে পারি।” অভিনেত্রীর গাড়ির চালককেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অভিনেত্রী লিখেছেন, “আমার গাড়ির চালককে বলা হয় ‘গাড়ি বের করতে দেওয়া হবে না’।” এই ব্যবহার আশা করেননি ঊষসী। তাই বাকিদের সাবধান করতেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।
এই মুহূর্তে ঊষসীকে ছোটপর্দায় সে ভাবে দেখা যাচ্ছে না। এখনও ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জুন আন্টির চরিত্রেই দর্শকের একাংশ তাঁকে মনে রেখেছেন। আবার কি খলনায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে? তা যদিও এখন বলা যাচ্ছে না।