মহানায়িকাকে স্মরণ করলেন এ যুগের নায়িকারা।
তিনি মহানায়িকা। জন্মগত নাম রমা দাশগুপ্ত হলেও, সুচিত্রা সেন নামেই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি। জেনারেশনের পর জেনারেশন ধরে শুধু বেড়েই গিয়েছে তাঁর ভক্তসংখ্যা। বাংলা ও হিন্দি, দুই ভাষার চলচ্চিত্রেই সমান খ্যাতি অর্জন করেছিলেন সুচিত্রা সেন।
২০১৪ সালের ১৭ জানুয়ারি প্রয়াত হন তিনি। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর।
প্রয়াত হয়েছেন চার বছর আগে। কিন্তু আজও তিনি বাঙালির জীবনের সঙ্গে প্রতি মুহূর্তে জড়িয়ে রয়েছেন। সুচিত্রা সেনের স্টাইল, তাঁর ফ্যাশন-সেন্স, তাঁর গ্ল্যামার নিয়ে আজও সমান ভাবে চর্চা হয়।
আরও পড়ুন, সুচিত্রা অভিনীত কোন চরিত্রে অভিনয় করতে চান এখনকার নায়িকারা?
আরও পড়ুন, আমার বেল বাজানোর শব্দে তিনি এক ঝটকায় উঠে চলে গেলেন
এ যুগের নায়িকারাও অনুসরণ করেন তাঁকে। মহানায়িকার প্রয়াণ বার্ষিকীর আগে বাংলা চলচ্চিত্র জগতের এ যুগের দুই নায়িকা শেয়ার করলেন তাঁদের মনের কথা। বললেন, সুচিত্রা সেন মানে তাঁদের কাছে কী!
ভিডিওতে দেখুন, কী বললেন নায়িকারা।