গাড়িতে ধাক্কা দেওয়া নিয়ে দিল্লির রাস্তায় ঝামেলা। ছবি: এক্স থেকে নেওয়া।
রাস্তায় চলার সময় গাড়িতে গাড়িতে ঠোকাঠুকি। এর জেরে দুই দলের সংঘর্ষে রাতের অন্ধকারে উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লির দ্বারকা সেক্টর ১০-এর একটি রাস্তা। ঝামেলার সময় প্রতিপক্ষের এক যুবককে ধাক্কা মেরে সপাটে থাপ্পড়ও খেলেন এক তরুণী। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাত ৯টা নাগাদ দিল্লির দ্বারকা সেক্টর ১০-এর একটি রাস্তায় ঘটনাটি ঘটে। দুই গাড়ির মধ্যে ধাক্কাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একটি গাড়িতে ছিলেন এক তরুণ এবং তরুণী। তরুণের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় উল্টো দিকের গাড়িতে থাকা দুই যুবকের। প্রথমে তর্কাতর্কি চললেও কেউ কারও গায়ে হাত তোলেননি। এর পর ওই তরুণী হঠাৎ এক যুবকের পিঠে সজোরে থাপ্পড় মারেন। তিনি ঘুরে দেখলেও প্রতিক্রিয়া দেননি। তরুণীর সঙ্গে থাকা তরুণের সঙ্গে বাগ্বিতণ্ডা চালাতে থাকেন তিনি। এর পর তরুণী দ্বিতীয় যুবককেও ধাক্কা মারতে যান। কিন্তু দ্বিতীয় যুবক সহ্য করেননি। সপাটে চড় মারেন তরুণীকে। এর পর আবার ধাক্কা মারতে গিয়ে আবার চড় খান তরুণী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ঘটনাটিকে কেন্দ্র করে দিল্লি পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এনসিএমইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। বিতর্ক তৈরি হয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পুরুষদের কেউ কারও গায়ে হাত তোলেননি। তা হলে মহিলার আগ বাড়িয়ে গায়ে হাত তোলার কী দরকার ছিল? উচিত শিক্ষা পেয়েছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘দুই পক্ষেরই দোষ। তবে যা-ই হয়ে যাক ও রকম ভাবে একে অপরের গায়ে হাত তোলা উচিত হয়নি।’’