Entertainment News

অদিতির স্বপ্নপূরণের কারিগর মণিরত্নম

ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর হল কাজ করছেন অদিতি রাও হায়দারি। ‘ওয়াজির’ হোক বা ‘দিল্লি ৬’— এ সব ছবিতে অভিনয় করে প্রশংসাও পেয়েছেন সিনে সমালোচকদের। কিন্তু এত দিন তাঁর একটি স্বপ্ন অধরা ছিল। এ বার তা পূরণ হতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৬
Share:

ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর হল কাজ করছেন অদিতি রাও হায়দারি। ‘ওয়াজির’ হোক বা ‘দিল্লি ৬’— এ সব ছবিতে অভিনয় করে প্রশংসাও পেয়েছেন সিনে সমালোচকদের। কিন্তু এত দিন তাঁর একটি স্বপ্ন অধরা ছিল। এ বার তা পূরণ হতে চলেছে।

Advertisement

আরও পড়ুন, ইশারায় সাড়া দিয়ে একরত্তি ছেলের অস্কার যাত্রা

জানেন, কী সেই স্বপ্ন? আসলে অদিতির স্বপ্নের পরিচালক মণিরত্মম। এত দিন তাঁর সঙ্গে কাজের সুযোগ হয়নি। কিন্তু এ বার স্বপ্নপূরণের পালা। মণিরত্নমের পরিচালনায় তামিল ছবি ‘কাটরু ভেলিইদাই’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই রোমান্টিক ড্রামা অদিতির স্বপ্নপূরণের কারিগর। নায়িকার কথায়, ‘‘আমি ছোট থেকেই মণিরত্নমের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতাম। এত দিনে সেটা পূরণ হল।’’

Advertisement

ছবিতে এক চিকিত্সকের ভূমিকায় দেখা যাবে অদিতিকে। কাশ্মীরের বরফ ঘেরা পাহাড়ে হয়েছে শুটিং। ছবির মিউজিকের দায়িত্ব সামলেছেন এ আর রহমান। সব ঠিক থাকলে আগামী মার্চে মুক্তি পাবে ছবিটি। তামিল ছাড়াও তেলুগু ভার্সানেও মুক্তি পাবে ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement