অনন্যাকে ভুলে এ বার জর্জিনায় মন আদিত্যের? ছবি: সংগৃহীত।
দীর্ঘ দু’বছরের সম্পর্ক ভেঙেছিলেন আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডে। শোনা যায়, বিচ্ছেদের পরে ভেঙে পড়েছিলেন অনন্যা। বিরহ কাটিয়ে উঠতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। এ-ও শোনা যায়, এ সম্পর্ক ভেঙেছিলেন আদিত্যই। অজস্র বার ফোন করেও আদিত্যের সাড়া পাননি অভিনেত্রী। সাক্ষাৎকারে জানিয়েছিলেন অনন্যাই। বছর ঘোরার আগেই নতুন প্রেমিকাও এসে গিয়েছে আদিত্যের জীবনে! সেই ইঙ্গিত নিজেই দিয়েছেন অভিনেতা।
আদিত্য তাঁর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন এক অচেনা হাতের ছবি। সেই হাত এক নারীর, আঙুলের গড়ন, নখের রং-ই সে ইঙ্গিত দেয়। সাদা রঙের নেলপলিশ পরা হাতে ধরা একটি লাড্ডুর টুকরো। কার এই হাত? প্রশ্ন তুলতে থাকেন আদিত্যের অনুরাগীরা? তবে সেই প্রশ্নের উত্তর তাঁরা নিজেরাই খুঁজে বার করেছেন। তাঁদের অনুমান, এই হাত গোয়ার মডেল জর্জিনা ডি’সিলভার। এখানেই শেষ নয়। দেখা যায়, আরও বেশ কিছু ছবি। সেখানে তিনজোড়া অচেনা পা দেখা যাচ্ছে। তাঁরা ফুটবল খেলায় ব্যস্ত।
আদিত্যের অনুরাগীদের অনুমান, নতুন প্রেমিকার সঙ্গে এই ভাবেই ধীরে ধীরে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি। তাই আদিত্যের এক অনুরাগী পোস্টের মন্তব্য বিভাগে লিখেছেন, “কাকে দেখানোর চেষ্টা করছেন আদিত্য? সাদা রঙের নেলপলিশ পরা হাত কি আদিত্যের প্রেমিকার?” প্রথমে অনেকেই মনে করেছিলেন, এই হাত আসলে সারা আলি খানের। ‘মেট্রো ইন দিনো’ ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। তাই অনেকে অনুমান করেছিলেন, এই হাতের ছবিও হয়তো প্রচারেরই অংশ। কিন্তু অনুরাগীদের শ্যেনদৃষ্টি খুঁজে বার করেছে জর্জিনাকে। তাঁরা নিশ্চিত, এই হাত সেই গোয়ান মডেলেরই।
কিছু দিন আগে এক সাংবাদিক সম্মেলনে আদিত্যকে তাঁর প্রেমজীবন নিয়ে প্রশ্ন করলেন সাংবাদিকেরা। অভিনেতা বলেন, ‘‘হ্যাঁ, আমি নতুন একটা সম্পর্কে রয়েছি, সেটা এই ‘ইন দিনো মেট্রো’ ছবিটার সঙ্গে।’’