Adnan Sami

‘পাকিস্তানে ফেরত পাঠাও’, দেহের গড়ন নিয়ে পাক মন্ত্রীর সঙ্গে বাগ্‌যুদ্ধ আদনান সামির

আদনান সামি এক সময়ে পৃথুল চেহারা অধিকারী ছিলেন। তার পরে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে ওজন কমান গায়ক। একেবারে নতুন ভাবে ধরা দেন তিনি। এই প্রসঙ্গেই খোঁচা দিয়েছেন ফওয়াদ হুসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:৩৬
Share:

ফওয়াদ হুসেন বনাম আদনান সামি। ছবি: সংগৃহীত।

বাগ্‌যুদ্ধ থামছে না আদনান সামি ও প্রাক্তন পাক মন্ত্রী ফওয়াদ হুসেনের। প্রথম তির্যক মন্তব্য এসেছিল ফওয়াদের তরফ থেকেই। তার পরে সমাজমাধ্যমে কথা কাটাকাটি এমন পর্যায় পৌঁছেছে, দু’জনেই পরস্পরের চেহারার গড়ন নিয়েও কটাক্ষ করছেন। পহেলগাঁও কাণ্ডের পর ভারত সরকার ঘোষণা করে, ২৬ এপ্রিলের মধ্যে সমস্ত পাকিস্তানিকে দেশ ছাড়তে হবে। এর পরেই প্রাক্তন পাক মন্ত্রী প্রশ্ন তোলেন, আদনান সামি কি ভারতেই থেকে যাবেন? কারণ জন্মগত ভাবে, আদনান পাকিস্তানের বাসিন্দা। ২০১৫ সালে তিনি ভারতের নাগরিকত্ব পান।

Advertisement

আদনান সামি এক সময়ে পৃথুল চেহারা অধিকারী ছিলেন। তার পরে খাদ্যাভ্যাস পরিবর্তন করে ওজন কমান গায়ক। একেবারে নতুন ভাবে ধরা দেন তিনি। এই প্রসঙ্গেই খোঁচা দিয়েছেন ফওয়াদ হুসেনের। তার বক্তব্য, পাকিস্তানকে সেই পুরনো চেহারার আদনানকে ফেরত দিতে হবে। তাই ফওয়াদ লিখেছেন, “আমাদের বাম্ব ফেরত পাঠাও।”

এই তির্যক মন্তব্যের সপাটে উত্তরও দিয়েছেন আদনান, “ওই ফওয়াদ, তোমার ভিতরে যে ছাতা খুলে দিয়েছিলাম সেটা বন্ধ করতে তোমার গোটা একটা দিন সময় লেগেছিল। তার পরে তুমি এই সব বলছ? ঠিক আছে থাক ছেড়ে দিলাম। বুদ্ধি কম থাকলে মানুষ এ সবই বলে।” সব শেষে আরও খোঁচা দিয়ে আদনান লিখেছেন, “ভয় পেয়ে তুমি যখন দৌড়ও, সেটা আমার ভাল লাগে।”

Advertisement

দু’জনের এই কথোপকথনের প্রতিচ্ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেই প্রতিচ্ছবি নিয়েও নানা রকমের চর্চা হচ্ছে নেটপাড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement