Adnan Sami

‘এক দিন সব ফাঁস করে দেব’, কেন পাকিস্তান ছেড়ে এসে ভারতের নাগরিকত্ব নেন আদনান সামি?

২০২২ সালে সমাজমাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান। ভারতকে কেন ভালবাসেন, তা-ও জানিয়েছিলেন গায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৪:৩৫
Share:

কেন পাকিস্তান ত্যাগ করেছিলেন আদনান? ছবি: সংগৃহীত।

পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বাক্‌যুদ্ধে জড়িয়েছেন আদনান সামি। পহেলগাঁও কাণ্ডের পরে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, ২৬ এপ্রিলের মধ্যে সমস্ত পাকিস্তানিকে দেশ ছাড়তে হবে। এর পরেই প্রাক্তন পাক মন্ত্রী প্রশ্ন তোলেন, আদনান সামি কি ভারতেই থেকে যাবেন? জন্মগত ভাবে পাকিস্তানের মানুষ হলেও, আদনান ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের হয়েই সরব হয়েছেন তিনি। কিন্তু কেন পাকিস্তানকে ত্যাগ করেছিলেন আদনান?

Advertisement

২০২২ সালে সমাজমাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান। ভারতকে কেন ভালবাসেন, তা-ও জানিয়েছিলেন গায়ক। আদনান লিখেছিলেন, “মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না। সত্যিই বলছি, পাকিস্তানের যে সব মানুষ আমার সঙ্গে ভাল ব্যবহার করেছেন, তাঁদের উপর আমার রাগ নেই। আমাকে যাঁরা ভালবাসেন, তাঁদের সকলকে আমি ভালবাসি।”

পাকিস্তান ছেড়ে আসার প্রসঙ্গে আদনান লিখেছিলেন, “আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানবেন, এই সরকার আমার সঙ্গে কী করেছে! পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।” কিন্তু পাক সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে? গায়ক লিখেছিলেন, “এক দিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।

Advertisement

২০১৫ সালের জুন মাসে পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন আদনান। দীর্ঘ দিন ভারতে ছিলেন তিনি। তাই সহজেই এই দেশের নাগরিকত্ব পেয়েছিলেন। সেই বছরই ডিসেম্বরে তিনি এই নাগরিকত্ব পেয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement