আদনানকে কেন ঢুকতে দিল না পাকিস্তান? ছবি: সংগৃহীত।
কিছু দিন আগেই অপারেশন সিঁদুরের প্রশংসা করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন গায়ক। তাঁর দিকে কটাক্ষ ধেয়ে এসেছিল পাকিস্তানের তরফ থেকে। এক অনুষ্ঠানে কানে ভারতীয় পতাকার নকশা করা ইয়ারফোন ব্যবহার করেও তির্যক মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। এ বার আদনান জানালেন, পাকিস্তানে যেতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি পাননি গায়ক।
জন্মসূত্রে পাকিস্তানের মানুষ হলেও আদনান ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের হয়েই সরব হয়েছেন তিনি। কিন্তু কেন পাকিস্তানকে ত্যাগ করেছিলেন আদনান? সেই সময় গায়ক বলেছিলেন, ‘‘আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানবেন, এই সরকার আমার সঙ্গে কী করেছে! পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।” কিন্তু পাক সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে? স্পষ্ট না জানালেও গায়ক লিখেছিলেন, “এক দিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবেন। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।’’
পাকিস্তানের বিরুদ্ধে এমন ক্ষোভ থাকা সত্ত্বেও ২০২৪ সালে ফের যেতে চেয়েছিলেন সে দেশে। সেই সময় আদনানের মা মারা যান। মাকে শেষ বার দেখতে যেতে চেয়েছিলেন সে দেশে। ভারতের অভিবাসন দফতরের তরফ থেকে অনুমতিও পেয়ে যান। কিন্তু গন্ডগোল বাধে পাকিস্তানের অভিবাসন বিভাগের আপত্তিতে। আদনানকে পাকিস্তানের ঢোকার অনুমতি দেয়নি তারা। কেন নাকচ করা হল গায়কের আবেদন, সে বিষয়েও কিছু জানানো হয়নি বলে দাবি। আদনান বলেন, ‘‘আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ওরা আমাকে ফিরিয়ে দেয়। আমার মা মারা গিয়েছেন। কিন্তু তার পরও ওরা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াট্সঅ্যাপ ভিডিয়োয় মায়ের শেষকৃত্য দেখেছি।’’