Aratrika Maity Suchitra Sen look

নতুন করে নাকি ফিরে আসছেন সুচিত্রা সেন! মহানায়িকার সঙ্গে তুলনা নিয়ে কী বলছেন আরাত্রিকা?

সমাজমাধ্যমে একটা বড় অংশের দাবি ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের নায়িকার সঙ্গে মুখশ্রী সঙ্গে মিল খুঁজে পেয়েছেন সুচিত্রার। কেমন লাগছে আরাত্রিকার?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৭:২৯
Share:

সুচিত্রা সেনের সঙ্গে তুলনায় কী মত আরাত্রিকা মাইতির? ছবি: সংগৃহীত।

তাঁর প্রয়াণের পর কেটে গিয়েছে প্রায় ১১টি বছর। তার আগেও এক দীর্ঘ সময় তিনি ছিলেন অন্তরালে, বলা যায় স্বেচ্ছানির্বাসনে। তবু আজও বাঙালির মহানায়িকা, তিনি সুচিত্রা সেন। ভুবন ভোলানো হাসি, কালো হরিণ চোখ আর অনন্য ব্যক্তিত্ব। বাঙালি সেই নায়িকার মুখশ্রীতে যেন আটকা পড়ে আছে বছরের পর বছর।

Advertisement

বেঁচে থাকলে তাঁর বয়স হত ৯৪ বছর। তবু আজও তিনিই যেন সৌন্দর্যের শেষ কথা। সৌন্দর্যের সংজ্ঞাও তিনি নিজেই। তাঁর শূন্যতা পূরণ আদৌ সম্ভব কি না, তা নিয়ে তর্ক রয়েছে। এ বার সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে সুচিত্রা সেনের মুখের আদল। নতুন প্রজন্মের এক অভিনেত্রীর চাহনির সঙ্গে তুলনা চলছে নতুন তাঁর। তিনি টেলিভিশনের পরিচিতি মুখ আরাত্রিকা মাইতি। খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। কিন্তু তার আগে অবিরাম তুলনা চলেছে আরাত্রিকা ও মহানায়িকার। সমাজমাধ্যমে একটা বড় অংশের দাবি তাঁদের মুখশ্রী সঙ্গে মিল খুঁজে পেয়েছেন সুচিত্রার। কেমন লাগছে আরাত্রিকার? বড় পর্দায় পা রাখার আগে এমন তুলনা আদৌ কি ভাল তাঁর কেরিয়ারের জন্য? আনন্দবাজার ডট কমকে জানালেন আরাত্রিকা।

ঝাড়গ্রামের মেয়ে। সেখান থেকে কলকাতায় এসে অভিনেত্রীর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বছর চারেক সময় লেগেছে। এক দিকে পড়াশোনা চলছে অন্য দিকে চলছে অভিনয়। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। এত দিন সব ঠিকই চলছে। হঠাৎ তাঁর সাদা কালো ছবি ভাইরাল হতে শুরু করে সমাজমাধ্যমে। একেবারে সুচিত্রা সেনের নায়িকা জীবনের আদলে তোলা কিছু ছবি। সেটা নিয়ে শুরু হয় চর্চা। যদিও আরাত্রিকা জানান, ছোটবেলা থেকেই অনেকেই তাঁর মুখের গড়নের সঙ্গে তুলনা টেনেছেন সুচিত্রা সেনের। তবে তাঁর ছবি কী ভাবে ভাইরাল সে বিষয়ে সম্যক ধারণা নেই।

Advertisement

আরাত্রিকা নাকি কিশোরী বয়স থেকেই সাদা-কালো ছবি তুলতে বেশি ভালবাসেন। যদিও প্রতিনিয়তি এমন একটা মানুষের সঙ্গে তাঁর তুলনা টানা হচ্ছে তাতে তিনি নিজে কুণ্ঠা বোধ করছেন। আরাত্রিকার কথায়, ‘‘মহানায়িকা একজনই হন। ওঁকে কেউ ছুঁতে পারবে না। আমি যে কোনও ছবি পোস্ট করলেই দেখছি সেটা নিয়ে তুলনা টানা হচ্ছে। আমি এখন ফটোশুট করলেও সাদা-কালো ছবি দিচ্ছি নেই। ইদানীং যে তুলনা টানা হচ্ছে সেই জন্য নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হচ্ছি। যদিও জানি সেটা ঠিক নয়। এখন খানিক বিরক্ত হয়ে ফেসবুক খুলছি। আমার খারাপ লাগছে, কেন এ ভাবে তুলনা টানা হচ্ছে তাঁর সঙ্গে! মহানায়িকাকে অনুসরণ করা যায়, অনুকরণ করতে পারা যায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement