Arshi Khan

Arshi Khan: খেতে পারছেন না আরশি, চিন্তায় মুম্বইয়ের আফগান অভিনেত্রী

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, দুশ্চিন্তায় খেতে পারছেন না। সর্ব ক্ষণ শিহরণ জাগছে শরীরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ২২:২১
Share:

আরশি খান

৪ বছর বয়সে আফগানিস্তান থেকে মা-বাবার সঙ্গে ভারতে চলে আসেন আরশি খান। এখন তিনি মুম্বইয়ের টেলি-জগতের পরিচিত মুখ। বিশেষ করে ‘বিগ বস’-এর দু’টি সিজনে অংশগ্রহণ করার পর থেকে তাঁকে এক নামে চেনেন দর্শকেরা।

Advertisement

সেই আরশির কয়েক জন আত্মীয় এবং বন্ধু এখন তালিবান-শাসিত আফগানিস্তানে আটকে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, দুশ্চিন্তায় খেতে পারছেন না। সে দেশে মহিলা এবং শিশুদের কথা ভেবে আতঙ্কিত। আফগান পাঠান আরশি বললেন, ‘‘যখনই ভাবছি, আমিও যদি এই মুহূর্তে সে দেশে থাকতাম, তা হলে আমারও তাঁদের মতো অবস্থা হত। আঁতকে উঠছি আমি। আমার আত্মীয়স্বজন এবং কিছু বন্ধুবান্ধবদের জন্য আমার মা-বাবা প্রার্থনা করছেন। এখানে বসে বসে অসহায় লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন