ত্রিকোণ প্রেমের ধারাবাহিকে কৌশিক রায়, শোলাঙ্কি রায়, গৌরব চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।
ঝুলিতে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। ‘পুণ্যিপুকুর’, ‘বোঝে না সে বোঝে না’, ‘খড়কুটো’, ‘বালিঝড়’, ‘আলোর ঠিকানা’। পাশাপাশি, বড়পর্দা, সিরিজ়েও উল্লেখযোগ্য কাজ করেছেন কৌশিক রায়। ছোটপর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে স্বীকৃতি মজুমদারের বিপরীতে। খবর, বছর দুয়েকের বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন তিনি।
দিন দুই ধরে গুঞ্জন, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন ধারাবাহিক ‘এলা ও গোরার গল্প’ দিয়ে ধারাবাহিকে ফিরছেন অভিনেতা-রাজনীতিবিদ। গুঞ্জনের কতটা সত্যি? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল অভিনেতার সঙ্গে। তাঁর বদলে কথা বলেছেন ধারাবাহিকের অন্যতম প্রযোজক স্নিগ্ধা বসু। তিনি বলেছেন, “অনেকের অনুরোধ রাখতে নতুন ধারাবাহিকে শোলাঙ্কি রায়-গৌরব চট্টোপাধ্যায় জুটি ফেরাচ্ছি। ওঁদের সঙ্গেই ফিরছেন কৌশিকও।” এও জানিয়েছেন, গৌরবের সমান গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে তাঁকে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।
প্রযোজকের কথাতেই ধারাবাহিকে তৃতীয় প্রেমের আভাস রয়েছে। গৌরবের বিপরীতে শোলাঙ্কিকে দেখা গেলে আরও একবার কি ব্যর্থ প্রেমিক থেকে খলনায়ক হবেন কৌশিক? সে প্রসঙ্গেও মুখে কুলুপ প্রযোজকের। জানিয়েছেন, কৌশিককে তিনি অনেক দিন ধরে চেনেন। ওঁর অভিনয় ভাল লাগে। মাঝে একবার তাঁরা মুখোমুখি হয়েছিলেন। তখন আবার ধারাবাহিকে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করেন কৌশিক। স্নিগ্ধার কথায়, “কথা দিয়েছিলাম, একদম ভিন্ন স্বাদের চরিত্রে কৌশিককে ফেরাব। তাঁর অনুরাগীরাও এই ধরনের চরিত্রে আগে তাঁকে দেখেননি।” প্রসঙ্গত, এর আগে শোলাঙ্কির সঙ্গে সিরিজ় ‘বিষহরি’তে অভিনয় করেছেন কৌশিক।
শুধুই কৌশিক নয়, ধারাবাহিকে একদম নতুন সাজে এবং চরিত্রে ধরা দিতে চলেছেন নায়ক-নায়িকা, বক্তব্য প্রযোজকের। সব ঠিক থাকলে ধারাবাহিকের শুটিং শুরু হবে কালীপুজোর পর।