‘দেখা’ দিলেন প্রয়াত শেফালী! স্বপ্নে অনুরাগীকে কী বললেন অভিনেত্রী?

এক মাসও হয়নি তাঁর মৃত্যুর। অভিনেত্রী শেফালী জরীওয়ালার মৃত্যুকে কেন্দ্র করে নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৬:২০
Share:

স্বপ্নে দেখা দিলেন শেফালী! ছবি: সংগৃহীত।

২৮ জুন মধ্যরাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রী শেফালী জরীওয়ালার। তাঁর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হয়েছে। স্ত্রীয়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি স্বামী পরাগ ত্যাগী। শেফালীর অনুরাগীরা এখনও তাঁর মৃত্যুর কথা মেনে নিতে পারেননি। সম্প্রতি তাঁর এক অনুরাগীকে নাকি স্বপ্নে দেখা দিয়েছেন শেফালী! এমনই দাবি সেই ভক্তের। একটি রিল ভিডিয়োর মাধ্যমে প্রয়াত অভিনেত্রীকে স্বপ্নে দেখার কথা জানিয়েছেন তিনি।

Advertisement

শেফালীর সেই ভক্ত বলেন, “মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এই ভিডিয়ো তৈরি করছি না। সত্যিই আমি দেখেছি, স্বপ্নে শেফালী আমায় বলছেন বাড়িতে গণেশপুজো করার কথা। আমার মনে হয়েছে, ভিডিয়োর মাধ্যমে সবাইকে এটা জানানোর প্রয়োজন। হয়তো শেফালী স্বপ্নের মাধ্যমে স্বামী পরাগকে কোনও বার্তা দিতে চেয়েছেন। আমি জানি না, এখানে কোন যোগসূত্রে শেফালীকে স্বপ্নে আমি দেখলাম। আমি এ সবে বিশ্বাসও করি না।”

প্রসঙ্গত, অভিনেত্রীর মৃত্যুর পরে রটেছিল, তাঁর পোষ্যও মারা গিয়েছে। তার পরে স্বামী পরাগকে নিয়েও অনেকে নানা কথা লিখছেন। নিন্দকদের দাবি, এ বার শেফালীর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন পরাগ। পরাগ জানান, তিনি নিজে সমাজমাধ্যম ব্যবহার করতেন না সেই ভাবে। কিন্তু এ বার থেকে শেফালীর জন্য নিয়মিত নানা স্মৃতি ভাগ করে নেবেন তিনি। নিজের সমাজমাধ্যমটি শেফালীকে উৎসর্গ করেছেন বলেও জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement