Khaleda Zia Death

স্থগিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের জোড়া ম্যাচ, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

মঙ্গলবার সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের খেলা ছিল। দু’টি ম্যাচই স্থগিত করে দেওয়া হয়েছে। এই দু’টি ম্যাচ কবে হবে, তা পরে জানাবে বাংলাদেশ বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:৪৯
Share:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি (বাঁ দিকে), খালেদা জিয়া (ডান দিকে)। —ফাইল চিত্র

স্থগিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবারের দু’টি ম্যাচ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

মঙ্গলবার সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। অন্য ম্যাচে লড়াই ছিল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যে। দু’টি ম্যাচই স্থগিত করে দেওয়া হয়েছে। এই দু’টি ম্যাচ কবে হবে, তা পরে জানাবে বাংলাদেশ বোর্ড।

মঙ্গলবার ভোর ৬টায় প্রয়াত হন খালেদা। বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। রাজধানী ঢাকার হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি।

Advertisement

সোমবারই খালেদার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যেরা জানিয়েছিলেন, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। নিয়মিত ডায়ালিসিসও চলছিল। সোমবার রাতেও মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা-পুত্র তারেক রহমান। তার আগে বিএনপি দফতরের সামনে থেকে খালেদার আরোগ্যকামনায় প্রার্থনা করার অনুরোধ করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement