Shri Banke Bihari Ji Temple

৫ জানুয়ারি পর্যন্ত দর্শন নয়, পুণ্যার্থীদের অনুরোধ মথুরার বাঁকে বিহারীজি মন্দির কর্তৃপক্ষের, কেন এই ঘোষণা?

এই মর্মে একটি ঘোষণাপত্রও জারি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। সেখানে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীরা যেন বাঁকে বিহারীজি মন্দির দর্শনে না আসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪
Share:

বাঁকে বিহারীজি মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। ছবি: পিটিআই।

শ্রী বাঁকে বিহারীজি মন্দিরে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত দর্শনে না আসার জন্য পুণ্যার্থীদের কাছে অনুরোধ করলেন কর্তৃপক্ষ। এই মর্মে একটি ঘোষণাপত্রও জারি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। সেখানে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীরা বাঁকে বিহারীজি মন্দির দর্শনে না আসেন।

Advertisement

রবিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই সময় বৃন্দাবনে পুণ্যার্থীদের ভিড় মাত্রা ছাড়িয়েছে। ফলে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে মন্দির দর্শনের সময়, তাই আগে থেকেই পুণ্যার্থীদের সতর্ক করা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের তরফে। স্থানীয় সূত্রে খবর, বড়দিনের আগে থেকেই বৃন্দাবনে পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। সেই ভিড় এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃন্দাবনের সরু সরু গলিতে পুণ্যার্থীদের ভিড়ের চাপ বাড়ছে প্রতি দিন। ঠিকমতো হাঁটার মতোও পরিস্থিতি নেই। বাঁকে বিহারীজি মন্দিরে যাওয়ার পথও বেশ সঙ্কীর্ণ। কিন্তু সেই পথ ধরেই শয়ে শয়ে পুণ্যার্থী মন্দির দর্শনে যাচ্ছেন। ফলে এমন পরিস্থিতিতে কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করেই আগেভাগে পুণ্যার্থীদের সতর্ক করে ৫ জানুয়ারি পর্যন্ত ওই ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

যে ভাবে মথুরায় পর্যটকদের ভিড় বাড়ছে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসনও বাইরে থেকে আসা কোনও গাড়িকে বৃন্দাবনে প্রবেশের অনুমতি দিচ্ছে না। প্রশাসনের এক সূত্রে খবর, বৃন্দাবনের রাস্তাঘাট এবং মন্দিরে পর্যটকদের থিকথিকে ভিড়। সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, তাই অত্যন্ত সাবধানি পদক্ষেপ করতে হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement