Yuzvendra Chahal

‘আমি প্রতারক নই’,ধনশ্রীকে ঠকিয়েছেন চহল? নেতিবাচক মন্তব্য শুনে, কী সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিকেট তারকা?

তাঁদের সম্পর্কের আগল আলগা হচ্ছে। ধীরে ধীরে তাঁদের সম্পর্ককে আরও প্রকাশ্য আনছেন বেতার উপস্থাপক মহওয়াশ ও ক্রিকেটতারকা যুজবেন্দ্র চহল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১০:৪৭
Share:

অবসাদ গ্রাস করেছিল ক্রিকেট তারকাকে! ছবি: সংগৃহীত।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেট তারকা যুজবেন্দ্র চহল। প্রাক্তন স্ত্রী ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁর ব্যক্তিগত জীবন যেন খোলা খাতা। এত বিতর্ক,আলোচনায় মানসিক ভাবে তিনি ক্লান্ত। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁকে ‘প্রতারক’ –এর তকমাও দেওয়া হয়েছিল। যা তিনি কোনও ভাবেই মেনে নিতে পারেননি। সম্প্রতি এক পডকাস্টে ক্রিকেট তারকা বলেন, “আমি কোনও দিন স্ত্রীর সঙ্গে কোনও অন্যায় করিনি। কিন্তু বিচ্ছেদের পর আমায় প্রতারক হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছিল। আমার মতো সৎ মানুষ দু’টো খুঁজে পাওয়া যাবে না।”

Advertisement

সবটা না জেনে চূড়ান্ত কিছু ভেবে নেওয়ার যে প্রবণতা মানুষের, সেটা খুবই বেদনা দিয়েছে চহলকে। নানা মানুষের নেতিবাচক মন্তব্য শুনে নিজেকে শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিল তাঁর। তিনি বলেন, “প্রায় চার, পাঁচ মাস আমার উপর দিয়ে যা গিয়েছে তা আমিই জানি। আচমকা উদ্বেগ হত। নিজেকে বন্দি করে রাখতাম। মনে হত নিজেকে শেষ করে দিই।” তবে অবসাদ কাটিয়ে তিনি আবারও চেনা ছন্দে ফিরছেন।

শোনা যাচ্ছে, বেতার উপস্থাপক মহওয়াশের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর প্রথম বার দু’জনকে একসঙ্গে দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ের স্টেডিয়ামে পাশাপাশি বসেছিলেন তাঁরা। পরে আইপিএল-এ পঞ্জাব কিংসের ম্যাচের সময় অনেক বার স্টেডিয়ামে দেখা গিয়েছে মহওয়াশকে। চহলের জন্য গলা ফাটিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চহলের ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর হোটেলে তাঁর জন্য গোলাপের তোড়াও পাঠিয়েছিলেন মহওয়াশ। সম্প্রতি লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা যায় তাঁদের। এ ছাড়াও যুজবেন্দ্রের জন্মদিনে লন্ডনের রাস্তার বিরাট আয়োজন করেন ‘প্রেমিকা’ মহওয়াশ। সেই ভিডিয়ো নিজের পাতায় পোস্ট করেছেন ক্রিকেটতারকা নিজেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement