Maa Serial

আমি এখনও ইন্ডাস্ট্রির কোনও ‘লবি’র অংশ হতে পারিনি: অস্মিতা

‘মা’ ধারাবাহিকের বড় ফুলকি, অর্থাৎ অস্মিতা চক্রবর্তীকে মনে আছে? গত কয়েক বছরে কেন সে ভাবে ছোট পর্দায় দেখা গেল না তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৭:৪৯
Share:

কোথায় হারিয়ে গেলেন অস্মিতা? ছবি: সংগৃহীত।

‘গৌরীদান’, ‘নাগলীলা’, ‘কথা’, ‘গীতা এল এল বি’—এমন অনেক ধারাবাহিকেই অভিনয় করেছেন তিনি। কিন্তু ‘মা’ ধারাবাহিকের ফুলকি যে ভাবে সাড়া ফেলেছিল দর্শকমনে, তার পর তাঁর অভিনীত কোনও চরিত্র নিয়ে সে ভাবে আলোচনা হয়নি। অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীকে দেখলে এখনও দর্শকের মনে ভেসে আসে ফুলকি চরিত্রটির কথা। তার পরে বেশ কিছু কাজ করলেও কেন সে ভাবে সুযোগ এল না অস্মিতার কাছে?

Advertisement

নায়িকা হওয়ার বাসনা নিয়ে কোনও দিনই অভিনয়যাত্রা শুরু করেননি তিনি। অভিনেত্রী বললেন, “বরাবরই ভাল অভিনেত্রী হতে চেয়েছি আমি। এটা ঠিক ফুলকির পরে এমন কোনও বড় চরিত্রে অভিনয় করিনি, যা নিয়ে আলোচনা হয়েছে।

মূলত নেতিবাচক চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাঁকে। তবে অস্মিতা বলেন, “এখন একটা সমস্যা হল শুটিং শুরুর আগে এক ধরনের চরিত্রের বিবরণ দেওয়া হয়। কিন্তু কাজ শুরুর পর সবটা যেন বদলে যায়। এই বিষয়টা আমার একেবারেই পছন্দ নয়।” ইদানীং বেশির ভাগ ধারাবাহিকেই নির্মাতাদের পছন্দের অভিনেতাদের নেওয়া হয়ে থাকে, দাবি অস্মিতার।

Advertisement

তা হলে কি তিনি এত বছরে ইন্ডাস্ট্রির কোনও লবির প্রিয় পাত্রী হয়ে উঠতে পারেননি? অস্মিতা বললেন, “না, এখনও তো কোনও লবির সদস্য হয়ে উঠতে পারিনি। আগামী দিনে কোনও লবির প্রিয় পাত্রী হয়ে উঠতে পারব কি না সেটা বলতে পারছি না। তবে ভাল কাজ করার প্রচেষ্টা সব সময়ই থাকবে।” শেষ অস্মিতাকে দেখা গিয়েছিল ‘গীতা এল এল বি’ ধারাবাহিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement