Dev-Kunal

দেবের সঙ্গে প্রকাশ্যে তরজা, সবটাই কি ছিল প্রচারকৌশল? বিজয়ার কোলাকুলি সেরে কী বললেন কুণাল?

সমাজমাধ্যমে তর্ক-বিতর্কের পর শুক্রবার ফেডারেশনের আয়োজিত বিজয়া সম্মেলনে দেখা হল কুণাল ঘোষ এবং দেবের। ভুল বোঝাবুঝি মিটল?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৯:২৫
Share:

অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় মিটল কুণাল-দেবের তরজা? ছবি: সংগৃহীত।

শুক্রবার রাতে ফেডারেশনের তরফে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মেলনীর। সেই সন্ধ্যায় অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় মিটল তৃণমূল সাংসদ তথা অভিনেতা-প্রযোজক দেব এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের তরজা। নিজেই সে কথা জানালেন কুণাল।

Advertisement

পুজোর ছবি ‘রঘু ডাকাত’ মুক্তির আগে থেকে সমাজমাধ্যমে পরস্পরের সঙ্গে বিতণ্ডায় জড়ান তাঁরা। তা হলে এই ‘তরজা’ কি নিছকই প্রচারের আলোয় থাকার কৌশল? কুণালের স্পষ্ট জবাব, “একেবারেই নয়। সেই মুহূর্তে যা অনুভব করেছি সেটাই বলেছি। তবে এই দিন খুবই ইতিবাচক আলোচনা হয়েছে আমাদের মধ্যে। অরূপ বিশ্বাস মধ্যস্থতা করেছেন। মাঝে বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল। আগের চেয়ে সম্পর্ক সরল হয়েছে অনেকটাই।”

সমাজমাধ্যমে তর্ক-বিতর্কের পর এই প্রথম সামনাসামনি দেখা তাঁদের। প্রথম দেখায় কি এক বারের জন্যও অস্বস্তি হয়নি? কুণাল যোগ করেন, “একবারের জন্যও হয়নি। দেখা হতেই হাত বাড়িয়ে দিয়েছিল ও। আমি সৌজন্য রেখেছি। আসলে আমার বিরক্তি হল ‘দলবদলু’-দের সঙ্গে ওর ছবি করা নিয়ে।”

Advertisement

তৃণমূল মুখপাত্রের মতে দেবের ছবি প্রায় সব তৃণমূল সমর্থকেরাই দেখতে যায়। সেখানে ছবিতে যদি ‘দলবদলু’-দের প্রচার করা হয় তা হলে তো তা দলের জন্য বিরক্তির কারণ হবেই। তিনি যোগ করেন, “মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ— এঁরা একসময় তৃণমূলে ছিলেন। তার পর বিজেপিতে গিয়েছেন। দল পরিবর্তন করে বিরোধীপক্ষকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করেন। অশালীন মন্তব্য করেন। সেখানে তৃণমূলের ঘোষিত সাংসদ যদি তাঁদের প্রচার করেন, সে যে কারণেই হোক না কেন, তাতে দলের অন্দরে বিরক্তি তৈরি হবেই।” তবে এ দিন দেবের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন কুণাল। তাই এর পর প্রকাশ্যে এমন কোনও তরজায় জড়াতে ইচ্ছুক নন তৃণমূল মুখপাত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement