তনুজা।
গত মঙ্গলবার পেটের ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তনুজা। পেটে টিউমার ধরা পড়ায় তড়িঘড়ি অস্ত্রোপচার করতে হয়। তনুজার চিকিত্সক সংবাদমাধ্যমে জানিয়েছেন, আপাতত ভাল আছেন অভিনেত্রী। তবে আগামী সাত দিন তাঁকে নজরে রাখবেন চিকিত্সকরা।
মঙ্গলবার বিকেলেই হাসপাতাল চত্বরে দেখা যায় কাজলকে। চিকিত্সকদের সঙ্গে দেখা করে তিনি চলে যান। পরের দিন অর্থাত্ গত বুধবার রিপোর্টে টিউমার ধরা পড়ায় দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা।
দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন অজয় দেবগণের বাবা তথা বলিউডের বিখ্যাত স্টান্ট ডিরেক্টর বীরু দেবগণ। সেই খবর পেয়ে বলি পাড়ার প্রথম সারির সব তারকাই অজয়-কাজলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ঠিক তার পরই অসুস্থ হয়ে পড়েন তনুজা। দুঃসময়ে কাজল পাশে পেয়েছেন তাঁর পরিবার ও বন্ধুদের।
আরও পড়ুন, ‘পারিশ্রমিক পাওয়ার রাস্তা প্ল্যান করে বন্ধ করে রাখা হয়েছে’
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)