নাটক থেকে সিনেমা

নাটক থেকে সিনেমা হওয়ার সংখ্যাটা বাংলায় নেহাত কম নয়। সেই তালিকায় আবার একটি! শৈলেশ গুহ নিয়োগীর নাটক ‘ফাঁস’-এর কাহিনি নিয়ে একই নামে একটি সিনেমা পরদায় আসতে চলেছে বৈশাখের পয়লায়।

Advertisement

দেবশঙ্কর মুখোপাধ্যায়

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০০:০০
Share:

‘ফাঁস’ ছবিতে গৌতম

নাটক থেকে সিনেমা হওয়ার সংখ্যাটা বাংলায় নেহাত কম নয়। সেই তালিকায় আবার একটি! শৈলেশ গুহ নিয়োগীর নাটক ‘ফাঁস’-এর কাহিনি নিয়ে একই নামে একটি সিনেমা পরদায় আসতে চলেছে বৈশাখের পয়লায়। কাহিনির নায়ক ডেপুটি পুলিশ অফিসার অরিন্দম সেন। তার ভূমিকায় অভিনয় করবেন যিনি, তাঁর পরিচিতি যত না পরদায়, তার চেয়ে ঢের বেশি মঞ্চে। তিনি গৌতম হালদার। এই মুহূর্তে খান তেরো নাটকে তিনি প্রধান চরিত্রে। সদ্য ক’টি সিনেমাতেও দেখা গেল তাঁকে। এবার একেবারে নায়কের ভূমিকায়। তাঁর ছবি-জীবনে এমন ঘটনা মাত্র দ্বিতীয়বার। এর আগে দ্বিভাষী ছবি একমাত্র ‘ইম্যাজিনারি লাইন’-এই তাঁকে নায়ক হিসেবে পাওয়া গেছে। পুরোপুরি কমেডি এই ছবির গল্প দুটি গ্রেফতারিকে ঘিরে। ডেপুটি পুলিশ সুপার অরিন্দম সেনের কাছে ওপরমহল থেকে নির্দেশ আসে বিখ্যাত ফিল্মস্টার নবীনকুমার ও আন্তর্জাতিক স্তরের স্মাগলার সোনালি রায়কে গ্রেপ্তার করার। অথচ যথেষ্ট প্রমাণাভাবে গ্রেফতারি যায় থমকে। শেষমেশ তথ্য যখন ‘ফাঁস’ হয়, উঠে আসে চাঞ্চল্যকর একটি তথ্য। রাজা মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে অভিনয়ে আরও আছেন মৌবনী সরকার, দীপঙ্কর দে, শুভাশিস মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, অভিষেক চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন