‘অহল্যা’র অনুপ্রেরণা রামায়ণ

সুজয় ঘোষের ‘অহল্যা’ নাকি বিশ্ববিখ্যাত সাহিত্যিক রোয়াল্ড ডালের একটি গল্প অবলম্বনে তৈরি? কান পাতলে আপাতত বলিউডে এমন রটনাই শোনা যাচ্ছে। এই জল্পনা নস্যাত করেছেন পরিচালক নিজেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০০:০০
Share:

সুজয় ঘোষের ‘অহল্যা’ নাকি বিশ্ববিখ্যাত সাহিত্যিক রোয়াল্ড ডালের একটি গল্প অবলম্বনে তৈরি? কান পাতলে আপাতত বলিউডে এমন রটনাই শোনা যাচ্ছে। এই জল্পনা নস্যাত করেছেন পরিচালক নিজেই। সুজয়ের দাবি, তাঁর ১৪ মিনিটের ছবি ‘অহল্যা’ আদৌ রোয়াল্ড ডালের কোনও গল্প থেকে নেওয়া নয়। তিনি জানিয়েছেন, এ ছবির অনুপ্রেরণা বলে যদি কিছু থেকে থাকে, তা হল রামায়ণে উল্লিখিত অহল্যা-কাহিনি। তা ছাড়া ডাল একজন শিশু সাহিত্যিক। আর তাঁর ছবিটি একান্তভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য। এ কথা জানিয়ে টুইট করেছেন ‘কহানি’-খ্যাত পরিচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement