Ahona Dutta

‘পাবলিক ফিগার, মানুষ চর্চা করবেই,’ মেয়েকে দুধ খাওয়ানো নিয়ে কটাক্ষে কী জবাব দিলেন অহনা?

অহনার পোস্ট করা ভিডিয়োর মন্তব্য-বাক্সে কেউ প্রশ্ন তুলেছেন এতটুকু বাচ্চাকে বোতলে দুধ খাওয়ানো নিয়ে। কেউ আবার পরামর্শ দিয়েছেন বাইরের কাপড়-জামা ছেড়ে তবেই মেয়েকে আদর করার। এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯
Share:

বিতর্কে কী জবাব দিলেন অহনা? ছবি: সংগৃহীত।

সদ্য এক মাস হল মা হয়েছেন অহনা দত্ত। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ভ্লগিং করেন। সেখানে নিজের জীবনযাপনের খুঁটিনাটি তুলে ধরেন তিনি। তাঁর মাতৃত্বের সফরে অনেকটাই ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে। মেয়ে মীরা এখন একেবারেই ছোট। তাই পুরোদমে অভিনয় শুরু না করলেও, অহনা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে যান। সেখান থেকে ফিরে এসে বোতলে করে মেয়েকে দুধ খাওয়ান এবং সেটি ভিডিয়ো করে সমাজমাধ্যমে দেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত্র। অহনার এই ভিডিয়োর মন্তব্য-বাক্সে কেউ প্রশ্ন তুলেছেন এতটুকু বাচ্চাকে বোতলে দুধু খাওয়ানো নিয়ে। কেউ আবার পরামর্শ দিয়েছেন বাইরের জামাকাপড় ছেড়ে তবেই মেয়েকে আদর করার। এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন অহনা।

Advertisement

প্রয়াত শাশুড়ির নামে মেয়ের নাম রেখেছেন ‘মীরা’। নানা ধরনের ভিডিয়ো রোজ নিজের সমাজমাধ্যমের পাতায় দেন। একরত্তিকে দেখে যেমন অনেকেই তাকে ভালবাসা দিয়েছে, তেমনই আবার কেউ কেউ অহনার সঙ্গে তাঁর মায়ের ঝামেলা টেনে এনে খোঁটাও দেন। সে সব নিয়ে ঘুরিয়ে কোনও জবাব দেন না তিনি। যদিও এই মুহূর্তে অহনার মেয়েকে কোলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ খাওয়ানোর ভিডিয়োটি প্রায় ভাইরাল। প্রায় ৮ মিলিয়ন ‘ভিউ’। ভাইরাল হওয়ার পরেই বিতর্ক তৈরি রয়েছে ভিডিয়োটি ঘিরে।

এই প্রসঙ্গে অহনার জবাব, ‘‘আমি কী ভাবে আমার মেয়েকে দুধ খাওয়াব, কোন পোশাক পরে তাকে ছোঁব, সেই সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই।’’ তিনি আরও লেখেন, ‘‘লোকে তো বলবেই। তাঁদের চুপ করাতে পারব এমন ভাবনাও রাখি না। আমার মেয়ে অসুস্থ হলে তো আমি সেটা বুঝব। আমি ‘পাবলিক ফিগার’ তাই আমাকে নিয়ে চর্চা বেশি। আমাকে নিয়ে কথা হচ্ছে তাঁর জন্য কৃতজ্ঞ। আর আমি যা করছি চিকিৎসকদের পরামর্শ মেনেই করছি। আমার বেবি সুস্থ আছে ভাল আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement