আদেশকে দেখতে হাসপাতালে শাহরুখ-ঐশ্বর্যা

ক্যানসারে আক্রান্ত সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক। গত ৪৫ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁকে দেখতে শুক্রবার হাসপাতালে গেলেন শাহরুখ খান, ঐশ্বর্যা রাই বচ্চন প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৯
Share:

ক্যানসারে আক্রান্ত সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক। গত ৪৫ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁকে দেখতে শুক্রবার হাসপাতালে গেলেন শাহরুখ খান, ঐশ্বর্যা রাই বচ্চন প্রমুখ। নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন অমিতাভ বচ্চনও।

Advertisement

আদেশের পরিবার সূত্রে জানা গিয়েছে, আর কেমোথেরাপিতে সাড়া দিচ্ছেন না তিনি। তাঁর আত্মীয় তথা সুরকার ললিত পণ্ডিত জানিয়েছেন, ‘‘চিকিত্সকরা সব রকম ভাবে চেষ্টা করছেন। তবে আদেশ আর এই যন্ত্রণা নিতে পারছেন না।’’ জানা গিয়েছে, আদেশের জন্য অন্য থেরাপির কথাও ভাবা হচ্ছে। তিনি নিজে থেকে হাঁটার চেষ্টা করেছেন। যেটা সকলের কাছেই খুব আশার খবর। তবে তাঁর রক্তে প্লেটলেট সংখ্যা এতই কমে গিয়েছে যে, অস্ত্রোপচারের ঝুঁকিও নেওয়া যাচ্ছে না।

২০১০ থেকে ক্যানসারে ভুগছেন তিনি। এত দিন তা নিয়ন্ত্রণে ছিল। এই নিয়ে তৃতীয় বার এই মারণ রোগ মাথাচাড়া দিল আদেশের শরীরে। ৪৮ বছরের এই সুরকার ‘চলতে চলতে’, ‘বাগবান’, ‘কভি খুশি কভি গম’, ‘রাজনীতি’-সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে সুর দিয়েছেন। তাঁকে দেখতে আগেই হাসপাতালে গিয়েছিলেন শান, কুমার শানু, সোনু নিগম, উদিত নারায়ণ, অলকা যাজ্ঞিক, টিনা অম্বানী, শেখর কপূর, পুনম ধীলো প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement