Entertainment News

‘রাত অউর দিন’-এর জন্য ১০ কোটি টাকা চাইলেন ঐশ্বর্যা!

বিষয়টি ঠিক কী? কীসের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন বচ্চন-বধূ?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ১৫:০২
Share:

ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

১০ কোটি টাকা। পারিশ্রমিকের বিচারে অঙ্কটা নেহাত কম নয়। সে কারণেই শিরোনামে ঐশ্বর্যা রাই বচ্চন

Advertisement

বিষয়টি ঠিক কী? কীসের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন বচ্চন-বধূ?

১৯৬৭-তে মুক্তি পেয়েছিল নার্গিস দত্তের ‘রাত অউর দিন’। মিড ডে-র খবর অনুযায়ী, সেই ছবির রিমেকের অফার এসেছে ঐশ্বর্যার কাছে। আর এই ছবির জন্যই নাকি ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন ঐশ্বর্যা।

Advertisement

আরও পড়ুন, ২০১৮-র রেস শাহরুখ, সলমন, আমিরের মধ্যে জিতবেন কে?

শোনা যাচ্ছে, ওই ছবিতে নাকি দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে নায়িকাকে। তার জন্য সঠিক প্রস্তুতি দরকার। এটা বেশ সময়সাপেক্ষ একটা কাজ। এর জন্য বেশ কিছুটা সময় অন্য কোনও ছবির কাজও নিতে পারবেন না তিনি। সে কারণেই তাঁর চাহিদা অযৌক্তিক নয় বলেই মনে হয়েছে প্রযোজকের। তাই কোনও রকম সমঝোতায় না গিয়ে ঐশ্বর্যাকে ওই পারিশ্রমিক দিতে রাজি হয়েছে প্রযোজক সংস্থা।

আরও পড়ুন, নিউ ইয়ারে দাদুর সঙ্গে দুষ্টুমি করল আরাধ্যা!

‘রাত অউর দিন’-এ অভিনয়ের জন্য ১৯৬৮-তে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার জিতেছিলেন নার্গিস। যদিও এই ফিল্ম ঐশ্বর্যা আদৌ করবেন কি না তা নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement